কলেজছাত্র রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

  টাঙ্গাইল প্রতিনিধি
 ০৮ আগস্ট ২০১৭, ১১:৫৬ | আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 
আজ মঙ্গলবার টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন। 
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১২ আসামির মধ্যে আটজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা  পলাতক।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদুল, মাজিদ, মজনু, আব্দুল মজিদ, মোমেন, নিজাম, আবু বকর, হাজু, নুরুল ইসলাম, বাবু, ফিরোজ ও ওহাব।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।
রাজনের বাবা লাল মিয়া সরকার ওই দিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়। 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা