মা-বাবা পেল বিমানবন্দরের সেই শিশুটি

ছোট্ট ফাতেমাকে বিমানবন্দরে ফেলে যান এক নারী। পরে তার জায়গা হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। আজ বুধবার আদালত তাকে নিঃসন্তান এক দম্পতির কাছে দেওয়ার নির্দেশ দেন। ছবি: আসাদুজ্জামানহজরত শাহজালাল বিমানবন্দরে ফেলে যাওয়া সেই ছোট্ট ফাতেমা পেল নতুন মা-বাবা। আজ বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান শিশু ফাতেমাকে এক দম্পতির জিম্মায় দিয়েছেন। ওই দম্পতি হলেন আইনজীবী সেলিনা আকতার ও বাবা ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।
২২ আগস্ট শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আগে শিশুটির নামে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে আদেশ দেওয়ার সময় বিচারক বলেন, নয়জন দম্পতি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেন। সবাই উপযুক্ত। তাঁদের মধ্যে একজন দম্পতিকে বেছে নিতে হয়েছে। আদালত বলেছেন, শিশুটির প্রকৃত বাবা-মা যেকোনো সময় এসে চাইলে তাকে ফেরত দিতে হবে।
ফাতেমার ‘নতুন মা’ আইনজীবী সেলিনা আকতার (ডানে)। ছবি: আসাদুজ্জামানএর আগে দুপুরের পর শিশুটিকে আদালতে নিয়ে আসেন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) পারভীন আকতার। আদেশের পর আবার তিনি শিশুটিকে সাপোর্ট সেন্টারে নিয়ে যান।
শিশুটিকে জিম্মায় দেওয়ার আদেশের পর সেলিনা আকতার শিশুটিকে কোলে নেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ফাতেমাকে পেয়ে তিনি অনেক খুশি। এই দম্পতি ১০ বছর ধরে নিঃসন্তান ছিলেন। সেলিনা আকতার আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করছেন।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য