খাগড়াছড়িতে তথ্য মেলা

খাগড়াছড়িতে তথ্য মেলা
খাগড়াছড়িতে টিআইবি, সনাক ও জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী তথ্য মেলা নানা কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।  খাগড়াছড়ি পৌর টাউন হলের সামনে আয়োজিত এ মেলার উদ্ধোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
মেলা উদ্বোধনের আগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।  
সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড.সুধীন কুমার চাকমা।  স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও সাংবাদিক মো. জহুরুল আলম।  
প্রধান অতিথি যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, সমাজ তথা দেশ থেকে দুর্নীতি নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে।  এ তথ্য মেলার মধ্যে দিয়ে সাধারণ জনগণ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা পাবেন।  
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, টাস্কফোর্স কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,পৌর মেয়র মো. রফিকুল  আলম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চুঞ্চুমণি চাকমা।
মেলা প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিকেলে একই মঞ্চে পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক রাশেদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।  সরকারি-বেসরকারি মিলে ২৪টি স্টল এবারে মেলায় স্থান পেয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আখন্দ ও সাংবাদিক চিংমেপ্রু মারমা।  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ইয়েসের আহ্বায়ক, বেতার ও টেলিভিশন শিল্পী আবুল কাশেম।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা