ভক্তের ভালবাসায় কাঁদলেন শাহরুখ, কাঁদালেন সবাইকে

ভক্তের ভালবাসায় কাঁদলেন শাহরুখ, কাঁদালেন সবাইকে
ছবির প্রচারণায় গিয়ে দুর্ঘটনায় ভক্তের মৃত্যুর খবরে এর আগে কেঁদেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার ছোট্ট ভক্তের ভালবাসায় আবারো কেঁদে ফেললেন তিনি, এবং সেটা দর্শক-শ্রোতাদের মাঝে বসে। সব থেকে অবাককর বিষয় হলো, শাহরুখের এই ভক্ত শারীরিকভাবে প্রতিবন্ধী।
‘মে শাহরুখ স্যার কো বহুত বড় ফ্যান হু, স্যার কো আচ্ছা লাগতা হায়। হান্ড্রেড টাইম মে রাবনে বানাডি জোড়ি দেখতা হায়’ কথাগুলো বলছিলো শাহরুখের একছোট্ট ভক্ত। তার কথা শুনে আপ্লুত হয়ে ওঠেন শাহরুখ, চোখের পানিও মুছলেন ভালবাসায় মুগ্ধ হয়ে।
ঘটনাটি ঘটেছে রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পস’র এই ছোট্ট ভক্তের ভালবাসায়। শোতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা শাহরুখ। অনুষ্ঠান উপস্থাপক এই ভক্তের খোঁজ দিয়ে শাহরুখের এই ভক্তের বক্তব্যে তৈরি ভিডিও দেখান শাহরুখকে।
শাহরুখের বিভিন্ন সিনেমার দৃশ্য, ছবি সংগ্রহ করে তা দিয়ে ফটো অ্যালবাম বানিয়ে চমকে দিয়েছে শাহরুখসহ উপস্থিত সবাইকে। স্টেজে হাজির করা হয় এই বিশেষ ভক্তকে।  
ঐ ভক্তদের জড়িয়ে ধরেন শাহরুখ, অনুষ্ঠানের মাঝেই নিজ হাতে ছবি তুলে তা প্রিন্ট দিয়ে স্বাক্ষর করে উপহার হিসেবে তার হাতে তুলে দেন তিনি। অন্যদিকে ভিডিও প্রকাশের পর তা অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা