সংখ্যালঘু হওয়ায় প্রধান বিচারপতিকে হেয় করছে সরকার’ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ

‘সংখ্যালঘু হওয়ায় প্রধান বিচারপতিকে হেয় করছে সরকার’
জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হওয়ার কারণেই সরকারের মন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের নেতারা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গালিগালাজ করে হেয় প্রতিপন্ন করছেন। এছাড়া একজন প্রধান বিচারপতিকে যে ভাষায় আক্রমণ করে কথা বলা হচ্ছে তা ইতিহাসে বিরল। 
নেতৃবৃন্দ বলেন, প্রধান বিচারপতির পদটি সাংবিধানিক। তাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া আদালত অবমাননার শামিল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের নেতাদের সমালোচনার জবাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এসব কথা বলেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করেন জাতীয় হিন্দু মহাজোট।
হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণগুলো দেখেছি। রায়ে বঙ্গবন্ধুকে কোনোভাবেই খাটো করা হয় নাই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, যুগ্ম মহাসচিব মণিশঙ্কর মণ্ডল, মহিলা বিষয়ক সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা