রাক্কায় এখনো ২ হাজার আইএস জঙ্গি রয়েছে’
সিরিয়ার রাক্কায় এখনো প্রায় দুই হাজার আইএস জঙ্গি রয়েছে। আইএসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কঠোর অভিযান সত্ত্বেও তারা সেখানে অবস্থান করছে বলে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আইএস বিরোধী যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক জানান, জুন মাসে অভিযান শুরুর পর প্রায় ৪০ শতাংশ এলাকা আইএসের দখলমুক্ত করা হয়েছে। জোট সেনাদের অভিযানের মাধ্যমেই এসব অঞ্চল দখলমুক্ত করা হয়। ম্যাকগার্ক বলেন, জঙ্গিরা সেখানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আর সে কারণে শেষ পরিণতি হিসেবে তাদেরকে (আইএস) প্রাণও দিতে হবে। কারণ আইএস এখানে ধরাশায়ী হবেই। ২০১৪ সালে আইএস রাক্কা শহর দখল করে এবং তখন থেকেই তারা এই শহরটিকে খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে। গত নভেম্বর থেকে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রাক্কা শহরের দিকে বেশি অগ্রসর হতে থাকে। তাদের অব্যাহত আক্রমণের পর ৬ জুন রাক্কা দখলের জন্য বড় ধরনের আক্রমণ পরিচালনা করা হয়।
মার্কিন বিশেষ দূত বলেন, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয় যে ঠিক কী সংখ্যক বেসামরিক লোক বর্তমানে সেখানে রয়েছে। তবে জাতিসংঘের এক হিসেবে বলা হয়েছে, এ সংখ্যা ২০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে হবে। মার্কিন দূত বলেন, জঙ্গিরা ইরাকে ৭৮ শতাংশ ও সিরিয়ায় ৫৮ শতাংশ এলাকা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে রাক্কায় আইএস তাদের শেষ চেষ্টা হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এটাও আমরা বলতে পারি যে এখানে আইএসের পরাজয় ঘটবেই।
গত ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছে। এক কোটি ১০ লাখ মানুষ এই সময়ে গৃহহারা হয়েছেন বলে ধারণা করা হয়।
Comments