জয়ের সম্ভাবনা কোন দলের কতটা?

জয়ের সম্ভাবনা কোন দলের কতটা?
জয়ের সম্ভাবনা কোন দলের কতটা?
মিরপুর টেস্টে এখন চরম উত্তেজনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের জন্য তৃতীয় দিন শেষে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট, অস্ট্রেলিয়ার দরকার ১৫৬ রান। দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১০৯ রান করেছে অস্ট্রেলিয়া।
এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি পারবে বাকি ৮ উইকেট নিতে। নাকি অস্ট্রেলিয়া করে ফেলবে আরো ১৫৬ রান।
নিজেদের ক্রিকেট ইতিহাসে একবারই উপমহাদেশের মাটিতে ২ শ’র বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। তাও বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের কাছ থেকে ৩০৭ রানের টার্গেট পায় অসিরা। সেটি তারা টপকে গিয়েছিল ৭ উইকেট হারিয়ে। অর্থাৎ ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
ঐ ম্যাচের প্রথম ইনিংসে শাহরিয়ার নাফীসের ১৩৮ রানের সুবাদে ৪২৭ রান করেছিলো বাংলাদেশ। এরপর বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ঘুর্ণিতে ২৬৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৫৮ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে গুটিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত লিড ৩০৬-রান লিড পায় টাইগাররা। পরবর্তীতে অধিনায়ক রিকি পন্টিং-এর অপরাজিত ১১৮ রানের সুবাদে প্রথমবারের মত এশিয়ার মাটিতে ২ শ’র বেশি রান তাড়া করে টেস্ট জয়ের স্বাদ নেয় অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো ৫ বা ততোধিক উইকেট লিঁও’র
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া স্পিনার নাথান লিঁও। এশিয়ার মাটিতে এই প্রথম দ্বিতীয় ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
এছাড়া নিজের ৬৮ ম্যাচের ক্যারিয়ারে ১০বারের মত ৫ বা ততোধিক উইকেট নেন লিঁও। এরমধ্যে এশিয়ার মাটিতেই পাঁচবার ৫ বা ততোধিক উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। এশিয়ার মাটিতে সবচেয়ে বেশি ৫ বা ততোধিক উইকেট ভারতের বিপক্ষে নিয়েছেন লিঁও।
এ পর্যন্ত ৬৮ ম্যাচের ক্যারিয়ারে ২৫৬ উইকেট শিকার করে তিনি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ানকে।
হ্যাজেলউডের বাংলাদেশ সফর শেষ
ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউডের বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে। চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিন আজ সকালে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরিতে পড়ার পরই মাঠ ছাড়েন হ্যাজেলউড। পরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট জানায়, ‘চলমান বাংলাদেশ সফরে আর খেলতে পারবেন না হ্যাজলেউড।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং-এ নিজের পঞ্চম ওভারের প্রথম ডেলিভারি করার সময় বাঁ-দিকের সাইড স্ট্রেইনে পড়েন হ্যাজেলউড। এরপর চিকিৎসার জন্য মাঠের বাইরে চলে যান তিনি। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি এই ডান-হাতি পেসার। ইনিংসে তিনি ৪.১ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৩ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। প্রথম ইনিংসে ১৫ ওভারে ৫ মেডেনে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন হ্যাজেলউড।
চলমান সিরিজের হ্যাজেলউড খেলতে না পারায় তার পরিবর্তিত খেলোয়াড় আগামীকাল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
শুধুমাত্র বাংলাদেশ সফরেই নয়, আগামী মাসে ভারত সফরে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না হ্যাজেলউড।
হাবিবুলকে স্পর্শ করলেন তামিম
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করে বাংলাদেশের ড্যাশিং তামিম ইকবাল। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠবারের মত একই টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন তিনি। ফলে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের পাশে বসলেন তামিম।
নিজের টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচের দুই ইনিংসে সর্বোচ্চ ছয় বার হাফ-সেঞ্চুরি করেছেন হাবিবুল। সেখানে এখন হাবিবুলের সঙ্গী হলেন তামিম।
এক টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরির করার তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তিনবার এমন কীর্তি গড়েছেন তিনি। তৃতীয়স্থানে যৌথভাবে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। মুশি ও নাসির দু’বার করে একই টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা