এইচউব্লিউপিএল শান্তি সম্মেলনে যাচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারুন
বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি, জঙ্গিবাদ নির্মূল, আদিবাসীদের অধিকার নিশ্চিত করা সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে দক্ষিণ কোরিয়াতে ১৭ সেপ্টেম্বর ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিস এডুকেশন ডেভেলপমেন্ট ফোরাম ফর স্প্রেডিং অ্যা কালচার অব পিস’ শীর্ষক এই শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ কোরিয়ার এইচউব্লিউপিএল, যা ইউএনডিপিআই এর একটি সংস্থা। এই সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন। তিনি এইচউব্লিউপিএল এর আগামী দিনের কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে জানান, “দক্ষিণ কোরিয়ার এই শান্তি সম্মেলন সারা বিশ্বের শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে।”
সম্মেলনের আরেক অংশগ্রহণকারী নেপালের ইউরো স্কুলের অধ্যক্ষ মিসেস শৈলজা অধিকারী বলেন “আমি অত্যন্ত আশাবাদী সিওলে অনুষ্ঠিতব্য এই শান্তি সম্মেলনের সাফল্য সম্পর্কে, যেখানে সারা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির মানুষেরা এক প্লাটফর্মে যোগ দেবেন।”
ডন বস্কো ইউনিভার্সিটির অধ্যাপক জুয়ান কার্লোস বলেন,“আগামী দিনের নাগরিকেরা যেন একটি সুন্দর শান্তির পৃথিবীতে বসবাস করতে পারে, এই শীর্ষ সম্মেলন সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।”
সম্মেলনে এইচউব্লিউপিএল এর চেয়ারম্যান ম্যান জি লি তরুণদের শান্তি প্রক্রিয়া সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে তার আশাবাদী বক্তব্য প্রদান করবেন এবং শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে সংস্থার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি তুলে ধরবেন।
ইত্তেফাক/আনিসুর
Comments