ভেনিজুয়েলায় সাংবিধানিক পরিষদ গঠন করেছে মাদুরো সরকার


দেশে ও দেশের বাইরে তীব্র বিরোধিতা

বিরোধী দলগুলো

বলছে মাদুরোকে

ক্ষমতায়

রাখতে ইচ্ছেমত সংবিধান পরিবর্তন করতে এই সাংবিধানিক পরিষদ গঠন করা হয়েছে

দেশের ভেতরে এবং বাইরে প্রবল বিরোধিতা সত্ত্বেও ভেনিজুয়েলায় বিতর্কিত সাংবিধানিক পরিষদ চালু করা হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন কয়েক মাসের সংকট কাটিয়ে শান্তি আনার জন্য সাংবিধানিক পরিষদ গঠন করা প্রয়োজন। কিন্তু বিরোধী দলগুলো বলছে মাদুরোকে ক্ষমতায় রাখতে ইচ্ছেমত সংবিধান পরিবর্তন করতে এই সাংবিধানিক পরিষদ গঠন করা হয়েছে।

 রাজধানী কারাকাসে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। কয়েক শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় কয়েকজন আহত হয়েছে। শহরের অপর প্রান্তে মাদুরোর সমর্থকরা মিলিত হয়ে সাংবিধানিক পরিষদ হওয়ায় উল্লাস করে। অনেকের হাতে সাবেক নেতা হুগো শাভেজ এবং সিমন বলিভারের ছবি ছিল।

সাংবিধানিক পরিষদে মাদুরো স্ত্রী এবং ছেলেও বসছেন। দেশে এবং বিদেশে তীব্র সমালোচনা ও আন্দোলন  সত্ত্বেও সাংবিধানিক পরিষদ নির্বাচন বন্ধ করেনি মাদুরো সরকার। এই নির্বাচনকে একটি বড় বিজয় হিসেবে দেখছে তারা।

এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভেনিজুয়েলার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভেনিজুয়েলার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে সেদেশের জনগণের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দেশটির ৯০ ভাগ বৈদেশিক মুদ্রা আসে তেল রপ্তানি থেকে।

কোনো দেশের সংবিধান পরিবর্তনের জন্য সাংবিধানিক পরিষদ গঠন করা হয়। ভেনিজুয়েলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রড্রিগুয়েজকে সাংবিধানিক পরিষদের প্রধান করা হয়েছে।  রড্রিগুয়েজ বলেছেন ভেনিজুয়েলার ব্যাপারে ভুল করলে চলবে না বিশ্ব সম্প্রদায়ের। আমাদের বার্তাটি খুবই পরিষ্কার। বিদেশিদের প্রভাব মুক্ত হয়ে আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করব।

সাংবিধানিক পরিষদ চাইলে জাতীয় পরিষদকে উপেক্ষা করতে এমন কি ভেঙ্গে দিতে পারে। ভেনিজুয়েলার নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ৪১ ভাগ ভোটার ভোট দিয়েছে। বিরোধী দলগুলো এই নির্বাচনকে বয়কট করেছিল। তারা এর আগে একটি অনানুষ্ঠানিক ভোটের আয়োজন করেছিল। সাংবিধানিক পরিষদ নিয়ে ভোটের বিরুদ্ধে রায় দিয়েছিল ৭০ লাখের বেশি মানুষ।

সাংবিধানিক পরিষদের বিরুদ্ধে আন্দোলন করছে বিরোধী দলগুলো। ভ্যাটিকান ভেনিজুয়েলার সাংবিধানিক পরিষদ বাতিলের  আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে এই নির্বাচন শান্তির বদলে উত্তেজনা বাড়াবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মাদুরোকে একজন স্বৈরশাসক বলেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। রাশিয়া এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি সমাজতান্ত্রিক দেশ মাদুরো সরকারকে সমর্থন দিয়ে আসছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য