'প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি'

'প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি'
নিজেদের কোনো ইস্যু নেই বলে প্রধান বিচারপতির ঘাড়ে বসে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার বঙ্গবুন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
বিএনপি যড়যন্ত্রের রাজনীতি করে অভিযোগ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি রাজনীতিতে নেই। তাদের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। এখন প্রধান বিচারপতিকে নিয়ে লাফালাফি করছে। নিজেদের কোনো ইস্যু নেই। প্রধান বিচারপতিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।  
সবচেয়ে বড় আদালত জনতার আদালত দাবি করে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, সেই আদালতে প্রধান বিচারপতির বিচার হবে। এজন্য জনতার আদালত তৈরি হচ্ছে বলেও তিনি দাবি করেন।  
আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা