অক্সফোর্ডে ভর্তির সুযোগ পেলেন মালালা
সবচেয়ে কমবয়সে নোবেল পুরস্কার পাওয়া মালালা ইউসুফজাই এ লেভেল ফলাফলের ভিত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। অক্সফোর্ডে লেডি মার্গারেট হলে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করবেন মালালা।
বর্তমানে বার্মিংহামে বসবাসরত মালালা বৃহস্পতিবার টুইটারে এই খবর নিশ্চিত করেছেন। টুইটারে এ লেভেল পাস করা সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে অক্সফোর্ডে প্লেসমেন্ট পাওয়ার কথা জানান। ২০১২ সালে নারী শিক্ষা অধিকারের জন্য প্রচারণা চালিয়ে তালেবানের গুলিতে প্রায় মারাই গিয়েছিলেন মালালা।
উত্তর পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানে তালেবানের অধীনে লেখা তার বেনামী ডায়েরি প্রকাশিত হওয়ার পরে স্কুলের বাসে করে ফেরার সময় তার উপর হামলা হয়। এতে মালালাসহ তার আরো দুই সহপাঠী আহত হয়। সেই ঘটনার পরে মালালা সারা বিশ্বে পরিচিতি লাভ করেন এবং পুরো পরিবারসহ যুক্তরাজ্যের বার্মিংহামে চলে যান। ২০১৪ সালে কৈলাশ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গত এপ্রিলে সবচেয়ে কমবয়সে জাতিসংঘের শান্তির দূত হন মালালা।
এর আগে গত মার্চে মালালা জানিয়েছিলেন, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে শর্ত ছিল এ লেভেলে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড থাকতে হবে। মালালা অক্সফোর্ডের ওই বিশ্ববিদ্যালয়ের সেই কলেজ ও কোর্সগুলোই পড়বেন যেগুলো পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পড়েছিলেন।
ইত্তেফাক/সাব্বির
Comments