৩৮তম বিসিএস
১৪ জনের রেজিস্ট্রেশন বাতিল
পুনঃআবেদনের অনুমতি
ইত্তেফাক রিপোর্ট০৩ আগষ্ট, ২০১৭ ইং ২০:৩৪ মিঃ
১৪ জনের রেজিস্ট্রেশন বাতিল
 
৩৮তম বিসিএসে ভুল তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করায় ১৪ জনের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ওই প্রার্থীদের পুনঃআবেদনের প্রেক্ষিতে আগামী ১০ আগস্টের মধ্যে পুনরায় আবেদন করার অনুমতি দিয়েছে কমিশন। আজ বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে পূরণকৃত ৩৮তম বিসিএসের আবেদন সংশোধন করে পুনঃআবেদনের অনুরোধ করার প্রেক্ষিতে ১৪ জনের রেজিস্ট্রেশন বাতিল করে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে আবেদন করার জন্য সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুমতি প্রদান করা হয়েছে। 
 
রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো- ০০৫৯৯৫, ০১২০৭৫, ০০৫৭৯৭, ০০৯৭৯৮, ০১০৮১৪, ৮০২০৬৫, ০১৫৭৯৫, ০২১৯৬৯, ০১০৭৪৫, ০০৮৮৮৭, ০০৭২৭৮, ০০৭০৮৪, ০০৯৭৭৫ ও ০৩৩৯৯৪।
 
গত ১০ জুলাই থেকে ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গ্রহন শুরু করে পিএসসি। ২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শুন্য পদে নিয়োগের সুপারিশ করতে গত ২০ জুন সার্কুলার জারি করে পিএসসি। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ১০০সহ সাধারন ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এই বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের বাংলাদেশ ইতিহাস থেকে ৫০ নম্বর কমিয়ে আনা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করে ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেয়া হবে।
 
ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা