চীন-ভারতের সমঝোতা, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার শুরু

চীন-ভারতের সমঝোতা, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার শুরু
চীন-ভারত সীমান্ত লাগোয়া মালভূমি ডোকালাম নিয়ে জলঘোলা কম হয়নি দেশ দুটির মধ্যে। ওই অঞ্চলের মালিকানা, অবৈধ অনুপ্রবেশ ও সেখানে নিয়োজিত সেনাদের আচরণ নিয়ে ব্যাপক উত্তেজনা চলেছে বেশ কিছুদিন। তবে এবার বড় ধরণের সমঝোতায় এসেছে তারা।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হচ্ছে যে, সীমান্ত সমস্যা নিয়ে বড় ধরণের সমঝোতায় পৌঁছেছে চীন-ভারত। এর মধ্যে, ডোকালাম থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে উভয় দেশ। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, গত জুন মাসের গোড়া থেকে ভারত-ভুটান-চীন ত্রিদেশীয় সীমান্তে উত্তেজনা বিরাজমান ছিল। জুনের মাঝামাঝি দু’দেশই সীমান্তে বিশাল বাহিনী পাঠিয়ে দেয়। টানা আড়াই মাস দু’দেশের বাহিনী মুখোমুখি অবস্থানে থাকলেও কূটনৈতিক সংযোগ বজায় রাখা হয়েছিল বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সেই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দু’দেশ সমঝোতায় পৌঁছেছে এবং সেনা সরানোর বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা