চিনা ড্রোন কেনা বন্ধ মার্কিন সেনা। যেগুলো ইতিমধ্যেই কেনা হয়েছে, তার সমস্ত যন্ত্রাংশ খুলে আলাদা করে রেখে দেওয়া হবে। সাইবার হানা রুখতেই মার্কিন সেনাকে এই নির্দেশ, বলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক।
মার্কিন সেনার ব্যবহৃত বেশিরভাগ ড্রোনই চিনা প্রস্তুতকারক সংস্থা এসজেড ডিজেআই টেকনোলজি-র। কিন্তু সম্প্রতি এই চিনা প্রস্তুতকারক সংস্থার তৈরি ড্রোনে ‘সাইবার ভালনারেবিলিটিস’ রয়েছে বলে উল্লেখ করে মার্কিন সেনা। ২ অগস্ট অনলাইনে একটি মেমো পোস্ট করে সেনার তরফে বিষয়টি জানানো হয়। তার পরই কোনওরকম প্রতিরক্ষামূলক কাজে এই সংস্থার ড্রোন কাজে না লাগানোর নির্দেশ দেওয়া হয় সেনাকে।
Comments