তাড়াশে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় শিক্ষার পাঠ নিতে গিয়ে মাদ্রাসা ছাত্র কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিশু (৮)। সোমবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়ার এ ঘটনা। গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু তাহের সরকার নিশ্চিত করেছেন।
নির্যাতিত শিশুটির বাবা জানান, তার মেয়ে একই গ্রামের মুফতি এমদাদ হোসেনের নিজ বাড়িতে তার স্ত্রী ও মেয়ের পরিচালিত কোচিং সেন্টারে কোরআন পড়া শিখছিল। সোমবার বিকেলে সে কোরআন শিক্ষা নিতে সেখানে যায়। এ সময় মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। শিক্ষিকা মাদ্রাসা ছাত্রের মা সে সময় রান্না ঘরে থাকায় তার ছেলে মাওলানা মাহফুজ হোসেন (২২) ওই শিশুটিকে একা পেয়ে নিজ ঘরে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটির কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেন।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/রেজা
Comments