গরম পানিতে দগ্ধ গৃহকর্মী চলে গেলেন না ফেরার দেশে
ইত্তেফাক রিপোর্ট০৪ আগষ্ট, ২০১৭ ইং ১৯:২৭ মিঃ
গরম পানিতে দগ্ধ গৃহকর্মী চলে গেলেন না ফেরার দেশে
 
গরম পানিতে দগ্ধ গৃহকর্মী তাসলিমা (৩৫) চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে গেছেন। সকাল আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার শরীরের ১৫ ভাগ পুড়ে গিয়েছিল।
 
জানা গেছে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ফ্যামিলি কোয়ার্টারে কনস্টেবল ইসমাইল হোসেনের বাসায় ৩/৪ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন তাসলিমা। গত ৩০ জুলাই তিনি কাজ করার সময় গরম পানি মেঝেতে পড়ে যায়। তাতে পিছলে পড়ে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
 
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। ওই দিন বাসায় নিয়ে যাওয়া হলেও গত কয়েকদিনে তাকে একাধিকবার হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। এর একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে আবারো বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
 
রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার কনস্টেবল ইসমাইল জানান, তাসলিমা কিছুটা শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বাবার নাম সিরাজ উদ্দিন।
 
পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, গৃহকর্মীর মৃত্যু দুর্ঘটনাজনিত বলেই মনে হয়েছে। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য