স্ত্রীর চড়-থাপ্পড়-কিল-ঘুষি : আদালতে নির্যাতিত স্বামী

ছবি : প্রতিকী
এতদিন স্ত্রী নির্যাতনে স্বামীর বিরুদ্ধে মামলার কথা শোনা গেলেও এবার চট্টগ্রামে নতুন একটি মামলা হয়েছে স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রীর নির্যাতনের শিকার আবুল হাসান গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেনের আদালতে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে আসামি আবুল হাসানের স্ত্রী নাজমুন নাহারকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
নগরের চান্দগাঁও থানার কেবি আমান সড়ক এলাকার বাসিন্দা এক কন্যাসন্তানের জনক আবুল হাসান যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি দায়ের করেন। এতে বাড়ি কিনে দেয়ার দাবিতে স্বামীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়।
মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কংকন দেব জানান, ২০১১ সালের ১৩ মে আসামি নাজুর সাথে আবুল হাসানের বিয়ে হয় পারিবারিকভাবে। বর্তমানে তাদের ঘরে সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সন্তান জন্মদানের পর থেকে আসামি নাজমুন নাহার দীর্ঘদিন ধরে তার স্বামীকে ভবন করে দেয়া এবং ফ্ল্যাট কিনে দেয়ার জন্য নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। আসামি বিভিন্ন সময় আবুল হাসানকে চড় থাপ্পর, কিল ঘুষিসহ নানা শারীরিক নির্যাতনও চালান। তিনি লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন রাখেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নাজুর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় আদালতে প্রতিকার চাইতে বাধ্য হয়েছেন আবুল হাসান। আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
এ দিকে স্বামী নির্যাতনের ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলার ঘটনাটি চট্টগ্রামে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সামাজিক গণমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা