মহেশপুরে ভুল অপারেশনে আবারো প্রসূতির মৃত্যু

০৬ আগষ্ট, ২০১৭ ইং
দুই মাসে ৪ প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর ফাতেমা ক্লিনিকে ভুল অপারেশনে আবারো প্রসূতির মৃত্যু হয়েছে। গত দুই মাসে চার প্রসূতি ও দুই নবজাতকের করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার নস্তী গ্রামের তাইজুল ইসলামের কন্যা রুমা খাতুনের ২য় সন্তান প্রসব বেদনা উঠলে মহেশপুর বালিকা বিদ্যালয় রোড়ে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিক মালিক জানান তাকে সিজার করতে হবে। তার কথা অনুযায়ী ২৮ জুলাই রাতে তাকে সিজার করেন ডাক্তার হেলেনা আক্তার নিপা।

পরিবারের সদস্যরা জানান, সিজারের ৩ দিন পর এক নার্স রোগীে রুমাকে একটি ইনজেকশন পুশ করলে রোগীর অবস্থার অবনতি ঘটে। এ সময় তারা তড়িঘড়ি করে রোগীকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা যায়।

ক্লিনিকের মালিক ওমর আলী জানান, সে ঢাকায় অবস্থান করছে বিস্তারিত জানার জন্য ক্লিনিকে যোগাযোগের জন্য বলেন। ক্লিনিকে গেলে বন্ধ পাওয়া যায়।

অপরদিকে ডাক্তার হেলেনা আকতার নিপার সাথে যোগাযোগ করেও মোবাইলে পাওয়া যায়নি।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, ফাতেমা ক্লিনিক নামে কোনো ক্লিনিক তাদের অনুমতি দেওয়া নেই। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ডা. আ. আজিজ ও জিন্নানগর বাজারে নার্সিং হোম ক্লিনিকে তদন্তপূর্বক বন্ধ ঘোষণা করলেও প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হয়নি। এখনো ক্লিনিকগুলো নির্দেশ অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য