ভেনেজুয়েলায় ‘ব্যর্থ অভ্যুত্থানে’ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে
ভেনেজুয়েলায় ‘ব্যর্থ সামরিক অভ্যুত্থানের’ সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, অস্ত্রসহ পালিয়ে যাওয়া ১০ সেনাকে খোঁজা হচ্ছে। এদিকে চারদিন কারাগারে আটক রাখার পর ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে মুক্তি দিয়ে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
কয়েকদিন আগে ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের ভ্যালেন্সিয়া শহরে এক সেনাঘাঁটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও একজন আহত হন এবং আটক করা হয় সাতজনকে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তিনি এই ‘অভ্যুত্থান চেষ্টাকে’ সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেন।
রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির উপনেতা ডিওসদাদো কাবেলো দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একাংশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত কয়েকজন সেনা ঘোষণা দেয় যে, তারা অত্যাচারী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।
এদিকে চারদিন সামরিক কারাগারে আটক রাখার পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে মুক্তি দিয়ে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। শনিবার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে লোপেজের স্ত্রী লিলিয়ান তিনতোরি জানিয়েছেন। ৪৬ বছর বয়সী বিরোধীদলীয় নেতা লোপেজকে সোমবার রাতে দেশটির গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যায়। এর আগে গ্রেপ্তারকৃত আরেক বিরোধী নেতা ৬২ বছর বয়সী এন্তোনিও লেদেজমাকে শুক্রবার গৃহবন্দি অবস্থায় মুক্তি দেয়া হয়। লোপেজের সঙ্গে একই দিন তাকেও তুলে নিয়েছিল গোয়েন্দা সংস্থা। গ্রেফতারের পর তাদের দুইজনের বিরুদ্ধে পালিয়ে যাওয়া বা অন্য দেশে আত্মগোপনের পরিকল্পনার অভিযোগ আনে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। বিবিসি ও আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
Comments