দুর্গম গিরির সঙ্গে হিমালয়-দর্শন







কদিন পর পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও গ্রামের বাড়ি গিয়ে ঈদ উদ্যাপন করবেন অনেকেই। কিন্তু টানা বৃষ্টি আর উন্নয়নের ফাঁদে পড়ে দেশের ছয়টি মহাসড়কই বেহাল। তার ওপর আবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়েই টানা বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সবকিছু মিলিয়ে ঈদযাত্রা নিয়ে যাঁরা ভয়ে আছেন, তাঁদের জন্য ‘দুর্গম গিরি ট্রাভেলস’ নিয়ে এল বিশেষ ঈদ অফার। আমাদের ‘হিমালয়’ প্যাকেজের আওতাভুক্ত ৯৯% ডিসকাউন্ট অফারে ঈদের আগেই ঘুরে আসুন হিমালয় পর্বতমালা এবং জয় করুন দুর্গম পথের ভীতি। কারণ, একমাত্র হিমালয়ের কাছাকাছি গেলেই আপনি বুঝতে পারবেন আমাদের দেশের মহাসড়কগুলো কতটা মসৃণ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ। ফলে ট্যুর শেষে আপনি যখন দেশে ফিরবেন, তখন আপনার ভেতরে তৈরি হবে অদম্য সাহস। চোখ বুজে দেশের যেকোনো প্রান্তে ভ্রমণ করার জন্য আপনি থাকবেন প্রস্তুত। তো আর দেরি কেন? আজই পকেটভর্তি টাকা নিয়ে চলে আসুন আমাদের কাছে আর হয়ে উঠুন সময়ের সবচেয়ে সাহসী যাত্রী।
ভ্রমণ খরচ
৯৯% ডিসকাউন্টে জনপ্রতি এক লাখ টাকা মাত্র (হাবিজাবি মিলিয়ে পরে আরও লাগতে পারে)
প্যাকেজের আওতায় যা থাকছে—
* ঢাকা-হিমালয় রুটের বাস টিকিট
* দুবেলা দুমুঠো খাবার ও মাথা গোঁজার ঠাঁই
* একজন স্থানীয় শেরপার সঙ্গে হোটেলে বসে ফটোসেশন এবং তার মুখে হিমালয় বিজয়ের গল্প শোনা
* হোটেলের ছাদ থেকে বাইনোকুলার দিয়ে হিমালয় পর্বতমালার পাদদেশ দর্শন
* ইউটিউবে হিমালয় পর্বতমালা বিজয়ের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারির প্রদর্শনী ও গুরুগম্ভীর আলোচনা
*অনেকগুলো শর্ত প্রযোজ্য
শর্তাবলি
আমরা যেখানে থাকার ব্যবস্থা করে দেব, সেখানেই থাকতে হবে, কোনো আপত্তি চলবে না। খাবার যে পরিমাণ দেওয়া হবে, সেটা দিয়েই খিদে মেটাতে হবে। কেউ বেশি খেয়ে ফেললে জরিমানা গুনতে হবে। এ জন্য সঙ্গে অতিরিক্ত টাকা রাখা আবশ্যক, বিপদে-আপদে লাগতে পারে। পর্যাপ্ত টাকা না থাকলে ‘দুর্গম গিরি’ কর্তৃপক্ষ যে কাউকে ওখানে ফেলে চলে আসার সর্বস্বত্ব অধিকার সংরক্ষণ করে।

আরও সংবাদ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা