দুর্গম গিরির সঙ্গে হিমালয়-দর্শন
- Get link
- X
- Other Apps
ভ্রমণ খরচ
৯৯% ডিসকাউন্টে জনপ্রতি এক লাখ টাকা মাত্র (হাবিজাবি মিলিয়ে পরে আরও লাগতে পারে)
প্যাকেজের আওতায় যা থাকছে—
* ঢাকা-হিমালয় রুটের বাস টিকিট
* দুবেলা দুমুঠো খাবার ও মাথা গোঁজার ঠাঁই
* একজন স্থানীয় শেরপার সঙ্গে হোটেলে বসে ফটোসেশন এবং তার মুখে হিমালয় বিজয়ের গল্প শোনা
* হোটেলের ছাদ থেকে বাইনোকুলার দিয়ে হিমালয় পর্বতমালার পাদদেশ দর্শন
* ইউটিউবে হিমালয় পর্বতমালা বিজয়ের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারির প্রদর্শনী ও গুরুগম্ভীর আলোচনা
*অনেকগুলো শর্ত প্রযোজ্য
শর্তাবলি
আমরা যেখানে থাকার ব্যবস্থা করে দেব, সেখানেই থাকতে হবে, কোনো আপত্তি চলবে না। খাবার যে পরিমাণ দেওয়া হবে, সেটা দিয়েই খিদে মেটাতে হবে। কেউ বেশি খেয়ে ফেললে জরিমানা গুনতে হবে। এ জন্য সঙ্গে অতিরিক্ত টাকা রাখা আবশ্যক, বিপদে-আপদে লাগতে পারে। পর্যাপ্ত টাকা না থাকলে ‘দুর্গম গিরি’ কর্তৃপক্ষ যে কাউকে ওখানে ফেলে চলে আসার সর্বস্বত্ব অধিকার সংরক্ষণ করে।
৯৯% ডিসকাউন্টে জনপ্রতি এক লাখ টাকা মাত্র (হাবিজাবি মিলিয়ে পরে আরও লাগতে পারে)
প্যাকেজের আওতায় যা থাকছে—
* ঢাকা-হিমালয় রুটের বাস টিকিট
* দুবেলা দুমুঠো খাবার ও মাথা গোঁজার ঠাঁই
* একজন স্থানীয় শেরপার সঙ্গে হোটেলে বসে ফটোসেশন এবং তার মুখে হিমালয় বিজয়ের গল্প শোনা
* হোটেলের ছাদ থেকে বাইনোকুলার দিয়ে হিমালয় পর্বতমালার পাদদেশ দর্শন
* ইউটিউবে হিমালয় পর্বতমালা বিজয়ের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারির প্রদর্শনী ও গুরুগম্ভীর আলোচনা
*অনেকগুলো শর্ত প্রযোজ্য
শর্তাবলি
আমরা যেখানে থাকার ব্যবস্থা করে দেব, সেখানেই থাকতে হবে, কোনো আপত্তি চলবে না। খাবার যে পরিমাণ দেওয়া হবে, সেটা দিয়েই খিদে মেটাতে হবে। কেউ বেশি খেয়ে ফেললে জরিমানা গুনতে হবে। এ জন্য সঙ্গে অতিরিক্ত টাকা রাখা আবশ্যক, বিপদে-আপদে লাগতে পারে। পর্যাপ্ত টাকা না থাকলে ‘দুর্গম গিরি’ কর্তৃপক্ষ যে কাউকে ওখানে ফেলে চলে আসার সর্বস্বত্ব অধিকার সংরক্ষণ করে।
- Get link
- X
- Other Apps
Comments