চালকবিহীন গাড়ি দেখাতে ধোঁকাবাজি!

সাদা চোখে দেখা যাচ্ছে না গাড়ির চালককে। ছবি: টুইটাররুপালি রাঙা একটা ফোর্ড দিব্যি এগিয়ে যাচ্ছে। কিন্তু গাড়ি চালক কোথায়? ড্রাইভিং সিটে তো কেউ নেই। তার মানে কি এটা চালকবিহীন গাড়ি? কিন্তু এই মডেলের চালকবিহীন গাড়ি কবে ছাড়ল ফোর্ড? গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চালকের আসনে কেউ নেই, অথচ গাড়ি চলছে, এমন একটা দৃশ্য বেশ আলোচনার জন্ম দেয়। আর ঘটনার পেছনের ঘটনা খুঁজে বের করতে গিয়ে কেঁচো খুঁড়তে অ্যানাকোন্ডার দেখা মেলে!
প্রকৃত ঘটনা ধরা পড়েছে এনবিসি ওয়াশিংটনের সাংবাদিক অ্যাডাম টুসের চোখে। তিনি অনুসরণ করতে থাকেন গাড়িটাকে। লক্ষ করেন, গাড়ির ভেতরে আসলে চালক আছেন। সেটিও চালকের আসনেই। চালক যেটা করেছেন, সেই আসনের বাদামি-কালো পোশাক পরেছেন। ফলে চট করে এক নজর দেখলে মনে হতে পারে, চালকের আসনে কেউ নেই।
এ-সংক্রান্ত একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়েছে গার্ডিয়ান। ভিডিওটি দেখলে আসলে বিভ্রান্ত হতেই হয়। কারণ যতটুকু চোখে পড়ে, স্টিয়ারিং হুইলে কোনো হাত তো দেখা যায় না, চালকের আসনও শূন্য বলে মনে হয়।
সিটের আদলে পোশাক পরেছেন চালক। ছবি: টুইটারঅ্যাডাম টুস গাড়িটিকে অনুসরণ না করলে তো জানাই যেত না এই কাণ্ড। টুস অবশ্য সেই আসনের পোশাকধারী চালকের মন্তব্য নিতে পারেননি। কেন তিনি এই বেশে গাড়ি চালাচ্ছেন? কেনই বা চালকবিহীন গাড়ি দেখিয়ে এমন ধোঁকাবাজি? যিনি এভাবে গাড়ি চালাচ্ছেন তাঁরই বা পরিচয় কী? জিজ্ঞেস করলেও চালক মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। কোনো উত্তর মেলেনি।
পরে অবশ্য দাবি করা হয়েছে, চালকবিহীন গাড়ির ওপর গবেষণা করতেই নাকি এমন পোশাকে গাড়ি চালাতে বলা হয়েছিল তাঁকে। সূত্র: গার্ডিয়ান।
ভিডিওটি দেখুন:

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য