সরকার আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে : শিক্ষামন্ত্রী

সরকার আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার নানা কাজ করে যাচ্ছে।
শনিবার সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু একাত্তরের পরাজিত দোসররা ১৫ আগস্ট তাকে হত্যার মাধ্যমে তার স্বপ্ন নসাৎ করতে চেয়েছে। তবে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই তার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা নিবেদন করা সম্ভব।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা