প্রকাশ : ৩১ জুলাই, ২০১৭ ১৬:৪০ অনলাইন ভার্সন
আপডেট :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণ
অন্যান্য বছরের ন্যায় এবারও শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৬৭ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা এই বাজেট পেশ করেন।  
জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সর্বনিম্ন ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এ বাজেটে। শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে ১২ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে জন্য  ৯৯ লক্ষ ৬৭ হাজার ৯৮০ টাকা বরাদ্ধ রাখা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম,নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা পরিষদের সকল সদস্যসহ সাংবাদিক ও ন্যাস্ত বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য