প্রকাশ : ১৩ মে, ২০১৭ ০৯:১৭
আপডেট : ১৩ মে, ২০১৭ ০৯:১৮
‘টাকার গাছ’!
অনলাইন ডেস্ক
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
‘টাকার গাছ’!
সংগৃহীত ছবি
শিরোনাম দেখে অবাক হচ্ছেন? ভাবছেন টাকার গাছ আবার কিভাবে সম্ভব। আসলে ব্যাপারটি তা নয়, এই গাছ থেকে ফলের মতো টাকা বের হয়না।  এই গাছের নাম ক্র্যাসুল্লা। এটিকে আক্ষরিক অর্থে টাকার গাছ বলা হয়েছে। কিন্তু এই গাছ বাড়িতে যত্ন সহকারে রাখলে স্বাস্থ্যের জন্য উপকারি।   
এই গাছের পাতা মোটা,  চকচকে এবং মসৃণ। সবুজের শেডে গাছটিকে কয়েকদিন রাখার পর বাদামী রঙের হয়ে যায়। এই গাছটি নিজের বাগানে রাখতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না।  কিন্তু একটু বড় টবে রাখলে এই গাছটি তরতর করে বড় হতে থাক। সুর্যের আলো পড়লে এই গাছ আরো তাড়াতাড়ি বাড়ে। তবে বেশি পানি দিলে হিতে বিপরীত হবে। বরং একবার পানি দেওয়ার পর মাটি শুকালে তবেই আবার  গাছটিতে পানি দিতে হবে।
চীনের এক ধর্মগুরুর মতে, এই চারা গাছ ঘরে ঢোকার সময় ডানদিকে লাগানো উচিত। মানসিক ও শারিরিক দুই ভাবেই শক্তিশালী করে এই ক্র্যাসুল্লা গাছ।

বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/হিমেল
- See more at: http://www.bd-pratidin.com/life/2017/05/13/231199#sthash.HfkRKjoS.dpuf

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা