Posts

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Image
  ‘বৃক্ষপানে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি বন বিভাগ কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।  আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। পরে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, জেলা দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। আলোচনা সভায় বক্তার...

হার্ট ব্লক কাদের হয়

Image
  হার্ট ব্লক সচরাচর ব্যবহৃত একটি কথা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হার্টের রক্তনালিতে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হওয়াকে হার্টে রক্তনালির ব্লক বলা হয়। হার্ট তার ভিতরে থাকা রক্ত থেকে সরাসরি অক্সিজেন ও রসদ গ্রহণ করতে পারে না যেমন- পেট্রল পরিবাহী ট্রাংকারের টেং এ থাকা পেট্রল গ্রহণ করে তার ইঞ্জিন চালাতে পারে না, ইঞ্জিন চালানোর জন্য আলাদাভাবে ইঞ্জিনে পেট্রল সরবরাহ করতে হয়।  হার্টের বেলায়ও তেমনি ঘটে থাকে। হার্ট তার নিজস্ব রক্তনালির মাধ্যমে রক্ত সরবরাহ পেয়ে থাকে। এসব রক্তনালিকে করোনারি আর্টারি বা হার্টের রক্তনালি বলা হয়ে থাকে। করোনারি রক্তনালি শাখা-প্রশাখায় বিভক্ত হতে হতে খুবই সূক্ষ্ম রক্তনালিতে পরিণত হয়, যাকে কেপিলারি রক্তনালি বলা হয়। যা এতই চিকন যে খালি চোখে তাদের দেখা সম্ভব নয়, কেবল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই তাদের দেখা যেতে পারে। কেপিলারি ছাড়া অন্য যেসব বড় সাইজের রক্তনালি শরীরে বিদ্যমান থাকে তারা শুধু কেপিলারিতে রক্ত সরবরাহ করতে পারে কিন্তু কোনো রূপ অক্সিজেন, রসদ ও বর্জ্য আদান-প্রদান করতে পারে না। তাই বিদ্যুৎ সরবরাহ লাইনের মতো রক্তনালিগুলোও গ্রিড লাইন ও সাপ্লাই লাইনের মতো কাজ করে। এ...

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু

Image
  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলীর (পাইলটিং) কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর থেকে এ কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ। এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলীর কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দেবে, তারা একাগ্রচিত্তে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস নেবার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কেজি স্কুলে ভর্তি হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ অবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রাথম...

আরো কতদিন ইউক্রেনে সামরিক অভিযান চলবে, স্পষ্টভাবে জানিয়ে দিল রাশিয়া

Image
  প্রতীকী ছবি ইউক্রেনে কত দিন পর্যন্ত রুশ বাহিনী সামরিক অভিযান চালাবে তা স্পষ্টভাবে জানিয়ে দিল রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানান, ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা আত্মসর্পণ না করা পর্যন্ত দেশটিতে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে।  তিনি বলেন, ইউক্রেন ‘আজ সূর্যাস্তের আগেই’ সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদেরকে অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে।   রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, “এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।” সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনও সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না-সূচক জবাব দেন। চলতি ইংরেজি বছরের শেষ নাগাদ চলমান সংঘাত থেমে যাবে বলে...

সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল

Image
  ৩ ঘণ্টা ৩০ থেকে ৪৫ মিনিটে সড়ক পথে ঢাকার সায়দাবাদ থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল। অবিশাস্য মনে হলেও পদ্মা সেতুর বদৌলতে এটাই এখন বাস্তবতা। আপাতত এটাই পদ্মা সেতুর সুফল বলে মনে করছেন সড়ক পথের যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এ জন্য সরকার প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তবে পদ্মার সুফল পেতে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৯৭ কিলোমিটার সিঙ্গেল লেন মহাসড়ক দ্রুত ছয়লেন মহাসড়কে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুবিধাভোগীরা।  নতুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে রবিবার ভোর সাড়ে ৫ টায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে যাত্রা করে সাকুরা পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বাসটি পদ্মা সেতুর টোলপ্লাজায় প্রায় ৩০ মিনিট যানজটে পড়লেও সকাল সোয়া ১০ টার দিকে সায়দাবাদে পৌঁছে। সড়ক পথে প্রথমবারের মতো সাড়ে ৩ থেকে পৌঁনে ৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছতে পেরে যাত্রী এবং পরিবহন চালক-শ্রমিকরা বেশ খুশী বলে জানান সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টার ইনচার্জ মো. আনিচুর রহমান।  সায়েদাবাদ থেকে সকাল ৮টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইলিশ পরিবহন বরিশালে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে। ওই বাসের চা...

ইরান কেন হঠাৎ গোয়েন্দাপ্রধান পরিবর্তন করল

Image
  ইরানের সদ্য সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ তইয়্যেব মধ্যপ্রাচ্যের দেশ ইরান বৃহস্পতিবার বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে । তবে হঠাৎ করে কেন দেশটি শক্তিশালী সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান পরিবর্তন করল তার কোনো ব্যাখা দেয়নি।  আরব নিউজের খবরে বলা হয়েছে , তেহরান সদ্য সাবেক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করেছে। দেশের মধ্যে কয়েকটি টার্গেটকৃত গুপ্তহত্যা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এসব ঘটনার জন্য ইরান বরাবরই  চিরশত্রু ইসরায়েলকে দায়ী করে আসছে। খবরে আরও বলা হয়েছে, ইস্তামবুলে ইসরায়েলি নাগরিকদের হত্যার পরিকল্পনার অভিযোগে তুরস্কের নিরাপত্তা বাহিনী ৮ ইরানি নাগরিককে আটক করেছে। এরপর ইরান আইআরজিসির গোয়েন্দাপ্রধান হুসেইন তইয়্যেবকে সরিয়ে নুতন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েল ছায়া যুদ্ধে লিপ্ত। পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ইরান বরাবরই ইসরায়েলকে দোষারোপ করে আসছে। এছাড়া কয়েকজন বিজ্ঞানী এবং সেনা কমান্ডারকেও হত্যায় ইহুদি রা...

স্থাপত্যশৈলীতে বিশ্ব স্বীকৃতি

Image
  খরস্রোতা পদ্মার বুক চিরে উঠে দাঁড়িয়েছে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি শুধু নদীর দুই পাড়কেই এক করেনি, স্থাপত্যশৈলীতেও অনন্য নজির স্থাপন করেছে। ধূসর রঙের যে পদ্মা সেতু আজ দাঁড়িয়ে গেছে, তার তলদেশে রয়েছে ৪০ তলা ভবন সমান কাঠামো, যা বিশ্বে প্রথম। ভার বহন ক্ষমতা, দুর্যোগ সহনশীলতা থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে পদ্মা সেতু একের পর এক রেকর্ডে পেছনে ফেলেছে বিশ্বের বড় বড় সেতুকে। সেতু সংশ্লিষ্টরা জানান, খরস্রোতা পদ্মায় প্রতি সেকেন্ডে ১ লাখ ৪০ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয়। এমন গতির পানিপ্রবাহ বিশ্বে একমাত্র আমাজন নদীতেই আছে। এ কারণে পদ্মায় সেতু নির্মাণ ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ ও বিস্ময়কর। পদ্মার তলদেশ এতই দ্রুত পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তেই সেখান থেকে মাটি সরে গিয়ে ২১ তলা ভবন সমান গভীর খাদ তৈরি হতে পারে। ফলে ধসে পড়তে পারে সেতু। এ চ্যালেঞ্জ জয় করেই পদ্মার ওপর দাঁড়িয়েছে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল সেতু। পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল চেয়ারম্যান অবকাঠামো প্রকৌশলী অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বোচ্চ মান নিশ্চিতের ...