সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল
৩ ঘণ্টা ৩০ থেকে ৪৫ মিনিটে সড়ক পথে ঢাকার সায়দাবাদ থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল। অবিশাস্য মনে হলেও পদ্মা সেতুর বদৌলতে এটাই এখন বাস্তবতা। আপাতত এটাই পদ্মা সেতুর সুফল বলে মনে করছেন সড়ক পথের যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এ জন্য সরকার প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তবে পদ্মার সুফল পেতে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৯৭ কিলোমিটার সিঙ্গেল লেন মহাসড়ক দ্রুত ছয়লেন মহাসড়কে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুবিধাভোগীরা। নতুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে রবিবার ভোর সাড়ে ৫ টায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে যাত্রা করে সাকুরা পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বাসটি পদ্মা সেতুর টোলপ্লাজায় প্রায় ৩০ মিনিট যানজটে পড়লেও সকাল সোয়া ১০ টার দিকে সায়দাবাদে পৌঁছে। সড়ক পথে প্রথমবারের মতো সাড়ে ৩ থেকে পৌঁনে ৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছতে পেরে যাত্রী এবং পরিবহন চালক-শ্রমিকরা বেশ খুশী বলে জানান সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টার ইনচার্জ মো. আনিচুর রহমান। সায়েদাবাদ থেকে সকাল ৮টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইলিশ পরিবহন বরিশালে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে। ওই বাসের চা...