Posts

সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল

Image
  ৩ ঘণ্টা ৩০ থেকে ৪৫ মিনিটে সড়ক পথে ঢাকার সায়দাবাদ থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল। অবিশাস্য মনে হলেও পদ্মা সেতুর বদৌলতে এটাই এখন বাস্তবতা। আপাতত এটাই পদ্মা সেতুর সুফল বলে মনে করছেন সড়ক পথের যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এ জন্য সরকার প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তবে পদ্মার সুফল পেতে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৯৭ কিলোমিটার সিঙ্গেল লেন মহাসড়ক দ্রুত ছয়লেন মহাসড়কে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুবিধাভোগীরা।  নতুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে রবিবার ভোর সাড়ে ৫ টায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে যাত্রা করে সাকুরা পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বাসটি পদ্মা সেতুর টোলপ্লাজায় প্রায় ৩০ মিনিট যানজটে পড়লেও সকাল সোয়া ১০ টার দিকে সায়দাবাদে পৌঁছে। সড়ক পথে প্রথমবারের মতো সাড়ে ৩ থেকে পৌঁনে ৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছতে পেরে যাত্রী এবং পরিবহন চালক-শ্রমিকরা বেশ খুশী বলে জানান সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টার ইনচার্জ মো. আনিচুর রহমান।  সায়েদাবাদ থেকে সকাল ৮টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইলিশ পরিবহন বরিশালে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে। ওই বাসের চা...

ইরান কেন হঠাৎ গোয়েন্দাপ্রধান পরিবর্তন করল

Image
  ইরানের সদ্য সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ তইয়্যেব মধ্যপ্রাচ্যের দেশ ইরান বৃহস্পতিবার বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে । তবে হঠাৎ করে কেন দেশটি শক্তিশালী সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান পরিবর্তন করল তার কোনো ব্যাখা দেয়নি।  আরব নিউজের খবরে বলা হয়েছে , তেহরান সদ্য সাবেক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করেছে। দেশের মধ্যে কয়েকটি টার্গেটকৃত গুপ্তহত্যা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এসব ঘটনার জন্য ইরান বরাবরই  চিরশত্রু ইসরায়েলকে দায়ী করে আসছে। খবরে আরও বলা হয়েছে, ইস্তামবুলে ইসরায়েলি নাগরিকদের হত্যার পরিকল্পনার অভিযোগে তুরস্কের নিরাপত্তা বাহিনী ৮ ইরানি নাগরিককে আটক করেছে। এরপর ইরান আইআরজিসির গোয়েন্দাপ্রধান হুসেইন তইয়্যেবকে সরিয়ে নুতন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েল ছায়া যুদ্ধে লিপ্ত। পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ইরান বরাবরই ইসরায়েলকে দোষারোপ করে আসছে। এছাড়া কয়েকজন বিজ্ঞানী এবং সেনা কমান্ডারকেও হত্যায় ইহুদি রা...

স্থাপত্যশৈলীতে বিশ্ব স্বীকৃতি

Image
  খরস্রোতা পদ্মার বুক চিরে উঠে দাঁড়িয়েছে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি শুধু নদীর দুই পাড়কেই এক করেনি, স্থাপত্যশৈলীতেও অনন্য নজির স্থাপন করেছে। ধূসর রঙের যে পদ্মা সেতু আজ দাঁড়িয়ে গেছে, তার তলদেশে রয়েছে ৪০ তলা ভবন সমান কাঠামো, যা বিশ্বে প্রথম। ভার বহন ক্ষমতা, দুর্যোগ সহনশীলতা থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে পদ্মা সেতু একের পর এক রেকর্ডে পেছনে ফেলেছে বিশ্বের বড় বড় সেতুকে। সেতু সংশ্লিষ্টরা জানান, খরস্রোতা পদ্মায় প্রতি সেকেন্ডে ১ লাখ ৪০ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয়। এমন গতির পানিপ্রবাহ বিশ্বে একমাত্র আমাজন নদীতেই আছে। এ কারণে পদ্মায় সেতু নির্মাণ ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ ও বিস্ময়কর। পদ্মার তলদেশ এতই দ্রুত পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তেই সেখান থেকে মাটি সরে গিয়ে ২১ তলা ভবন সমান গভীর খাদ তৈরি হতে পারে। ফলে ধসে পড়তে পারে সেতু। এ চ্যালেঞ্জ জয় করেই পদ্মার ওপর দাঁড়িয়েছে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল সেতু। পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল চেয়ারম্যান অবকাঠামো প্রকৌশলী অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বোচ্চ মান নিশ্চিতের ...

পদ্মা সেতু উদ্বোধন: দলে দলে সমাবেশের পথে ছুটছে মানুষ

Image
  শনিবার ভোরের আলো ফোটার আগে থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে ছুটতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ।   শনিবার ভোর থেকে শিবচরের প্রত্যন্ত অঞ্চল থেকে জনসভার উদ্দেশে সাধারণ মানুষ যাত্রা শুরু করেছে। আড়িয়াল খাঁ নদ সংলগ্ন ইউনিয়নগুলো থেকে লঞ্চে করে ইতোমধ্যেই সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া বিভিন্ন যানবাহনে চরে সমাবেশ থেকে দূরবর্তী স্থানে নেমে হেঁটে জনসভাস্থলের অভিমুখে যাচ্ছে নানা শ্রেণীপেশার মানুষ।   সরেজমিনে দেখা গেছে, সমাবেশ স্থলে যেতে শিবচরের পাঁচ্চর এলাকা, বাখরেরকান্দি, কাওড়াকান্দি, মাদবরচর, চরজানাজাত, বন্দোরখোলা, কতুবপুর, কাদিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে অসংখ্য মানুষ হেঁটে রওনা দিয়েছে। এছাড়া দূরবর্তী এলাকা থেকে লঞ্চ, বাসসহ বিভিন্ন যানবাহনে সমাবেশ স্থলে যাচ্ছে জনগণ। সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো জনসমাবেশ স্থল এবং আশপাশের এলাকা। বন্ধ রয়েছে মহাসড়কে যানবাহন চলাচল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

পদ্মা সেতু: বাংলাদেশকে ভারতের অভিনন্দন

Image
  পদ্মা সেতু: বাংলাদেশকে ভারতের অভিনন্দন কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার। শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়ায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বন্ধুপ্রতিম দেশ ভারত।  শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ অভিনন্দন জানায়।  হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, যুগান্তকারী এ প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। হাইকমিশন বলছে, বহুল প্রতীক্ষিত প্রকল্পটির সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রমাণ করে এবং এতে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, যা আমরা অবিচলভাবে সমর্থন করে এসেছি, যখন বাংলাদেশ একাই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় হাইকমিশনের ভাষ‌্য, পদ্মা সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি ভারত ও বাংলাদেশের মধ্যের সাধ...

স্লোগানে মুখরিত পদ্মাপার , মানুষ ছুটছে জনসভার দিকে

Image
  ঢাক-ঢোল পিটিয়ে জনসভার দিকে ছুটছে মানুষ, স্লোগানে মুখরিত পদ্মাপার কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার। শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়ায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে বাস-লঞ্চে করে সমাবেশস্থলে আসছেন মানুষ। এর ফলে মূল সড়কে বাসের দীর্ঘ সারি দেখা গেছে, তেমনি পদ্মায়ও দেখা গেছে বিভিন্ন সাজে সাজানো লঞ্চ-নৌকা। এ কারণে অনেকেই ব্যাটারিচালিত অটোভ্যানের ওপর নির্ভর করছেন। এসব ভ্যান বিকল্প রাস্তা দিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। সিএনজিচালিত অটোরিকশা করে আসছেন কেউ কেউ। মোটরবাইকে করে ছুটেছেন অনেকে।  আশপাশের মানুষ আসছেন হেঁট...

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Image
  স্যামি স্টেডিয়ামে শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা। এই সেশনে ব্যাটে কিংবা বলে দারুণ একটা শুরু এনে দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে টাইগারদের নিয়ন্ত্রণে। এ বিষয়ে সাকিব বলেন, দ্বিতীয় টেস্টে আমরা প্রথম দুই ঘণ্টার ব্যাটিং এবং বোলিং ফোকাস করতে পারি। এরপর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। কিন্তু প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ