Posts

কুশিয়ারায় বাড়ছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি

Image
  কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বিয়ানীবাজার উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়া শঙ্কা দেখা দিয়েছে। তবে সুমরা নদীর পানি বৃদ্ধি পায়নি। এতে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকু নূর জানান, কুশিয়ারা নদীর বিয়ানীবাজার শেওলা পয়েন্টে রবিবারের চেয়ে আরও চার সেন্টিমিটার বেড়েছে। সোমবার বিকালে নদীর পানি বিপৎমীসার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার একই সময়ে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি না পেলেও কমেনি। রবিবার সকাল বিকালে নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। সোমবার একই সময়ে পানি স্থিতিশীল রয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত

সবার জন্য পেনশন, মন্ত্রিসভায় আইন অনুমোদন

Image
  খন্দকার আনোয়ারুল ইসলাম ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থ বিভাগের উপস্থাপন করা এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ১৮ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন নাগরিকরা। পেনশনাররা (১৮-৬০ বছর) আজীবন পেনশন পাবেন। তবে বিশেষ বিবেচনায় বয়স্ক লোকদের জন্য ৫০ বছরের অধিক কেউ থাকলে বিবেচনায় নেওয়া হবে। পেনশন পেতে কমপক্ষে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে। একজন চেয়ারম্যানের নেতৃত্বে চারজন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আগামী (২০২২-২৩) অর্থবছর সর্বজনীন পেনশন চালু করবে সরকার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে সবাইকে সচেতন হতে হবে : মেয়র আতিক

Image
  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসসি) মেয়র আতিকুল ইসলাম পরিবহন চালক ও শ্রমিকদের জ্বালানি সাশ্রয় করার নির্দেশনা দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অতএব সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’ আজ সোমবার গুলশান নগর ভবনের হলরুমে ডিএনসিসির পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ মাহে আলম, ডিএনসিসির কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আধুনিক শহর গড়তে শুধু মেয়র এবং কাউন্সিলর নয়, সবাইকে কাজ করতে হবে। সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এজন্য সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। তব...

বন্যার্তদের মাঝে ১০০ টন শুকনো খাবার দেবে গণস্বাস্থ্যকেন্দ্র

Image
  সিলেট নগরীতে এখন যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। ছবিটি শুক্রবার নগরীর উপশহর এলাকা থেকে তোলা গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিনে সিলেট ও সুনামগঞ্জসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি না নেমে যাওয়া পর্যন্ত ১০০ টন চিড়া, গুড়, বন রুটি, টোজ বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদের পুনর্বাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে।  গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এমতাবস্থায় সিলেট বিভাগের গণস্বাস্থ্য কেন্দ্রের দুটি উপকেন্দ্রের মধ্যে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালও বন্যায় প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের আশপাশের গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় শুক্রবার জরুরি ভিত্তিতে ঢাকা থেকে দুপুরে ৫ টন চিড়া এবং ১ টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্যকেন্দ্র ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্যকেন্দ্র...

ঢলের পানিতে ভেসে গেলো লোহার ব্রিজ, বিভিন্ন এলাকা প্লাবিত

Image
  ঢলের পানিতে ভেসে গেলো লোহার ব্রিজ শেরপুরের নালিতাবাড়ীতে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীতে পানির ঢল নেমেছে। শুক্রবার বিকেলে চেল্লাখালী নদীর উপর দুইটি লোহার ব্রিজ প্রবল পানির স্রোতে ভেসে গেছে। ভোগাই নদীর সাতটি জায়গায় পাড় ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, গতকাল রাত থেকেই ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে উপজেলার দুটি নদীতে ঢল নামে। ঢলের পানিতে শুক্রবার সকাল থেকেই দুটি নদীর পানির স্রোতে বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজার থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার চেল্লাখালী নদীর উপর একটি লোহার ব্রীজ ও আমবাগান বাজার থেকে পশ্চিমে ইকোপার্ক যাওয়ার চেল্লাখালী নদীর উপর আরেকটি লোহার ব্রিজ দুপুরের দিকে স্রোতের তোরে নদীতে ভেসে যায়। এছাড়াও ঢলের পানি বাঁধ উপচে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো-বাতকুচি, পোড়াগাঁও, লক্ষিকুড়া ও ধুপাকুড়া। এদিকে, ভোগাই নদী...

পদ্মায় ধরা পড়েছে ১৩ কেজির বোয়াল, দাম ১৬ হাজার টাকা!

Image
  ফরিদপুরে দোয়ারিতে (জাল) ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বোয়াল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার পদ্মা  ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে এ মাছটি ধরা পড়ে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারির (৩৩) পাতা দোয়ারিতে ধরা পড়ে এ মাছ। কামাল হোসেন ব্যাপারি মাছটি চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে নিয়ে আসেন। ওই বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছটির খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মাছ ব্যবসায়ী রিপন হালদারের কাছে।   পরে রিপন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ মাছটি কেনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে মুকুল মোল্লা (৩৮)  মুকুল মোল্লা ও একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী রাজ্জাক শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫)।  বিডি প্রতিদিন/নাজমুল

৬ মাসের শিশুকেও দেয়া যাবে করোনা টিকা: যুক্তরাষ্ট্রের এফডিএ

Image
  এবার ছয় মাসের শিশুকেও ফুল ডোজ করোনা টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাস (এফডিএ)। আজ শুক্রবার সংস্থাটি জানিয়েছে, জরুরি দরকার পড়লে ফাইজার ও মডার্নার টিকা শিশুদেরকেও দেওয়া যাবে। এফডিএ বলেছে, মডার্নার দুই ডোজ টিকা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে দেওয়া যাবে। আর ফাইজারের টিকা ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের দেওয়া যাবে তিন ডোজ। এফডিএ প্রধান রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক পিতামাতা ও চিকিৎসকরা ছয় মাসের কম বয়সী শিশুদের সুরক্ষার জন্য টিকা দেওয়ার বিষয়ক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আমাদের প্রত্যাশা টিকা ছোটদের করোনা থেকে সুরক্ষা দেবে, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার হার কমাবে।’ তবে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্র ও প্রতিরোধ বিষয়ক সংস্থা (সিডিসি)। বিশেষজ্ঞদের উপদেষ্টা কমিটির সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সিডিসি। সূত্র:  এনডিটিভি বিডি প্রতিদিন/নাজমুল