Posts

বাল্যবিয়ে ভেঙ্গে দিলেন ইউএনও, মেয়ের বাবার ৬ মাসের কারাদণ্ড

Image
  বাগেরহাটের শরণখোলা উপজেলায় মেয়ের বাল্যবিয়ের আয়োজন করার দায়ে আবুল বারিক নামে এক বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। দণ্ডিতকে আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।  শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুরে ই আলম সিদ্দিকী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে তার নাতনি তানিয়া আক্তারকে (১৫) উপজেলার নলবুনিয়া গ্রামের মো. হারুনের ছেলে বাদলের সাথে বিয়ের আয়োজন করছিল- এ খবর পেয়ে রাতেই ওই বাড়িতে গিয়ে অভিযান চালান হয়। এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল বারিককে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত বারিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মহেশ্বরীপুর গ্রামে।  শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দণ্ডিত আসামিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর

১ ডলার= ২০৫ পাকিস্তানি রুপি!

Image
  ডলারের সামনে পাকিস্তানি রুপির দাম ক্রমশই কমছে। সোমবারের পর আজ মঙ্গলবারও আরেক দফায় কমেছে রুপির দাম। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবর বলছে, বর্তমানে ১ ডলার বিক্রি হচ্ছে ২০৫ রুপিতে। ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান বলছে, সোমবার ডলার বিক্রি হয়েছিল ২০৩.৯০ রুপিতে। মঙ্গলবার ১.৭০ রুপি বেড়ে সেই ডলারের দাম হয়েছে ২০৫.৫০ রুপি। পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও। তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে।  ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন।  সূত্র:  ডন বিডি প্রতিদিন/নাজমুল

ব্যাটিংয়ে মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট!

Image
  শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।  টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে সবচেয়ে বেশি রানের মালিক হলেন বোল্ট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুরালিধরন।  ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করে মুরালিকে  পেছনে ফেলেন বোল্ট। টেস্টে ১১ নম্বরে ব্যাট হাতে ৬৮ ম্যাচের ৯৮ ইনিংসে সর্বোচ্চ ৬২৩ রানের মালিক ছিলেন  মুরালি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ টেস্টের ৭৭ ইনিংসে বোল্টের রান ছিল ৬০৭। তাই মুরালির রানকে টপকে যেতে ১৭ রান দরকার ছিল বোল্টের। কিন্তু নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬ রান করে মুরালির রেকর্ড স্পর্শ করেছিলেন বোল্ট। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে মুরালির বিশ্বরেকর্ড ভাঙেন বোল্ট। এখন টেস্টের ১১ নম্বরে ব্যাট করে বোল্টের পরিসংখ্যান ৫৭ টেস্টের ৭৯ ইনিংসে ৬৪০ রান। মুরালির চেয়ে ১৯ ইনিংস কম খেলে সর্বোচ্চ রান করলেন বোল্ট। এই তালিকায় বোল্ট-মুরালির পর পরের তিনটি স্থানে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে অন্যতম অস্ত্র হিসেবে কাজ করে যে পাঁচ খাবার

Image
  প্রতীকী ছবি আজকাল ডায়াবেটিসের সমস্যায় ভোগেন বহু মানুষ। আর এই রোগের হাত ধরেই জন্ম নেয় কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো নানা ধরনের সমস্যা। বিশেষ করে ডায়াবেটিস থাকলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। রক্তে ইনসুলিনের পরিমাণ হ্রাস পাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে। সেজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়া-দাওয়ায় বদল আনাও প্রয়োজন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে খাবারগুলো খাওয়া দরকার কলা: আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কলা বেশ কার্যকর হতে পারে। ডায়াবেটিস থাকায় অনেকেই কলা এড়িয়ে চলেন। তবে গবেষকরা বলছেন- কলা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়। বাদাম: ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরল, প্রদাহজনিত সমস্যা থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করে। রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে তুলতেও খেতে পারেন বাদাম। করলা: ডায়াবেটিসের মহৌষধ হল করলা। চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের প্রতিদিন করলা খাওয়ার পরামর্শ দি...

করোনা বাড়ছে, সতর্ক থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Image
  জাহিদ মালেক (ফাইল ছবি) দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে।’ আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল রবিবার ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্কপরা ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স‌্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন। তিনি বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যদি অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।' বিডি প্রতিদিন/আরাফাত

উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

Image
  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে প্রেরণের কাজ অতি শিগগিরই শুরু হচ্ছে। টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকগণ কোনো রকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার যাতে না হন সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিভাবকদের নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন- # নগদ একাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিলো) সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে। # একাউন্ড হোল্ডার/সুবিধাভোগী কোনো অবস্থায়ই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার করবে না। # অভিভাবক তার নগদ একাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন এবং মেসেজ দেখবেন। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন। # সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা একাউন্ট হ্যাক হয়ে থাকল তা দ্রুত বন্ধ করে সিম কার্ড প...

ইসরায়েলের যে দুই শহর মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান

Image
  কিয়োমার্স হেইদারি ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। ওই দুই শহর হল- রাজধানী তেল আবিব ও হাইফা। ইরানের স্থল বাহিনীর কমান্ডার কিয়োমার্স হেইদারি এই হুমকি দিয়েছেন। কিয়োমার্স হেইদারি বলেছেন, “শত্রুরা (ইসরায়েল) কোনও ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমরা এতসব সামরিক সরঞ্জাম মজুত করেছি কেবল শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবিলা করার জন্য।” এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন। ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের এ কমান্ডার আরও বলেছেন, “ইসরায়েলিরা মুসলমানদের যেসব ভূখণ্ড দখল করে রেখেছে আগামী ২৫ বছরের মধ্যে সেগুলো মুসলমানদের হাতে ফিরে আসবে। আমাদের সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজ চলছে। বর্তমানে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়েছে।”  উল্লেখ্য, গত মে মাস থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছে।  মে মাসের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, প্রক্সির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইর...