জাফলংয়ে প্রবেশ ফি নেওয়া বন্ধই থাকছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেওয়া আপাতত বন্ধই রাখা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সুপারিশ ও জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এ ফি আদায় বন্ধ থাকবে। জানা যায়, সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান বরাবরে একটি চিঠি প্রদান করেছেন মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কাছে আসা এ চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, ‘বিগত ৫ মে সিলেটের জাফলং এ প্রবেশ ফি আদায়কে কেন্দ্র করে স্বেচছাসেবক ও পর্যটকদের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযােগ মাধ্যমে উভয়পক্ষের মধ্যে মারামারির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। পর্তীতে জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনার সংবাদ প্রচারিত হওয়ায় সিলেটের পর্যটন স্পটগুলাে সম্পর্কে ভ্রমণ পিপাসুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর ফলে দেশে এবং বিদেশে এলাকার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে, যা কখনই কাম্য নয়। তাছাড়া জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটন স্পটসমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহা...