Posts

ধর্মঘট: কক্সবাজারে আটকা পড়েছেন বিশ হাজার পর্যটক

Image
  ফাইল ছবি পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ করে গণপরিবহণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বেড়াতে এসে প্রায় বিশ হাজার পর্যটক আটকা পড়েছেন। এসকল পর্যটক এখনও নিজ গন্তব্যে ফিরে যেতে পারেননি।  আটকে পড়া পর্যটকরা ছোট যানবাহনে অন্য সময়ের চেয়ে ভাড়া দুই গুণ বেশি হওয়ায় কক্সবাজার ত্যাগ করতে পারছেন না। তবে অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন।  সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আর শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা এসেছিলেন আরও কয়েকদিন আগে। এ ধরনের পর্যটক বিশ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান।  কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সেক্রেটারি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, প্রায় ৩০ হাজার পর্যটক পূর্ব থেকে হোটেল রুম বুকিং দিয়েও  যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে ভ্রমণে আসতে পারেননি ।  তিনি জানান, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়াতে পর্যটকরা চরম বেকাদায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্...

তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান খান..

Image
  ফাইল ছবি পাকিস্তানের নড়বড়ে অর্থনীতি প্রধানমন্ত্রী ইমরান খানকে বেকায়দায় ফিলে দিয়েছে। মুদ্রাস্ফীতির সাথে দ্রব্যমূল্যও লাগামহীন হয়ে পড়েছে। এতে দিনকে দিন ইমরান খান সরকারের বিরুদ্ধে পাকিস্তানি জনগণের অসন্তোষের বাড়ছে। এর মধ্যে তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন ইমরান খান। গতকাল শুক্রবার দেশটির জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় আইনপ্রণেতারা। তারা জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। এ নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদরা। খবর ডনের। গণমাধ্যমটি জানিয়েছে, অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় আট রুপি বাড়ানো হয়েছে। পাকিস্তানে পেট্রলের দাম ৮ দশমিক ০৩ রুপি বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৫ দশমিক ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮ দশমিক ১৪ রুপি বেড়ে হয়েছে ১৪২ দশমিক ৬২ রুপি। আর কেরোসিনের দাম লিটারপ্রতি ৬ দশমিক ২৭ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে। গতকাল পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পিএলএম-এন...

সিলেটে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

Image
  সংগৃহীত ছবি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশে দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে। রাস্তায় নেই গণপরিবহন। সকাল থেকেই রাস্তায় যাত্রীদের ভিড় দেখা যায়। কেউ যাবেন কর্মস্থলে, কেউ যাবেন বাড়ি, কেউ প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার সকাল থেকে কদমতলী ও কুমারগাঁও বাসস্ট্যান্ড, সিলেট-জকিগঞ্জ সড়ক ও তামাবিল সড়ক ঘুরে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ভাড়ায় চালিত মোটরবাইকসহ অন্যান্য ছোট পরিবহন।  এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে দক্ষিণ সুরমা কদমতলী বাসস্ট্যান্ড ও কুমারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবার দুপুর থেকে সিলেটের দক্ষিণ সুরমায় শ্রমিকার ট্রাক আটকে দিতে দেখা গেছে।    যাত্রীরা অভিযোগ করেন, ডিজেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর। বাসের ভাড়া বাড়ানো হলে সাধারণ যাত্রীদের জন্য তা হবে কষ্টদায়ক। এ অবস্থায় ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন যাত্রীরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সম...

পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান...

Image
  ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি ২০১৫ পুনরুজ্জীবিত করতে চলতি মাসেই শুরু হচ্ছে আলোচনা। ইরানের পক্ষে প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন, তার সরকার ২৯ নভেম্বর ভিয়েনায় বসতে সম্মত হয়েছে। চলতি বছর জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর থেকে এ আলোচনার বিষয়টি স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এখন ওয়াশিংটন বলছে, তারা আবার চুক্তিতে ফিরে আসার বিষয়টি বিবেচনা করছে। বাইডেন প্রশাসন জানিয়েছে, ভিয়েনায় যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রও যোগ দেবে। মিস্টার কানি বুধবার এক টুইট বার্তায় লিখেছেন যে বেআইনি ও অমানবিক অবরোধ বাতিলের লক্ষ্যে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরান আন্তরিক হলে দ্রুতই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে জুনে ভিয়েনায় যে ছয় রাউন্ড আলোচনা হয়েছে সেখান থেকেই নতুন আলোচনা শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আলোচনার বিষয়ে কট্...

তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়া নেই: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী.

Image
  তুরস্কের আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো তাড়া নেই বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু। চাভুসগ্লু বলেন, তালেবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তুরস্কের তাড়া নেই। আঙ্কারা ধীরে ধীরে দেশটিতে নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। খবর ডেইলি সাবাহ'র। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০২২ সালের বাজেট উপস্থাপনকালে পররাষ্ট্র নীতির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, তুরস্ক আফগানিস্তান ইস্যুতে উদাসীন থাকতে পারে না। তিনি বলেন, ঐতিহাসিক বন্ধন ছাড়াও অন্যান্য বেশকিছু বিষয়ে আমাদের মধ্যে সম্পৃক্ততা রয়েছে।  সন্ত্রাসবাদ, অভিবাসন ও মাদকের হুমকি উৎসস্থলে নির্মূল করতে হবে এবং অর্থনৈতিক পতন ও মানবিক সংকট রোধ করতে হবে। যদি উৎসস্থলে এর সমাধান করা না যায় তবে এর কারণে সবাই ক্ষতিগ্রস্ত হবে।  এ কারণেই আমরা তালেবানের সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ত হচ্ছি।  আমাদের কোনো তাড়া নেই।  উল্লেখ্য, সাবেক সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে রক্তপাত ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এত দ্রুত গতিতে সশস্ত্র ...

ইলোন মাস্কের ২ শতাংশ সম্পদে মিটবে বিশ্বের খাদ্যসংকট!...

Image
  ইলোন মাস্ক জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিয়াসলে মনে করেন, বিশ্বের শীর্ষ ধনীরা তাদের মোট সম্পদের সামান্য কিছু অংশ ব্যয় করলেই বিশ্বের ক্ষুধা সমস্যা সমাধান হয়ে যাবে। সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বিশ্বের অতি ধনীদের নেয়া ক্ষুদ্র উদ্যোগেই ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে। আর এজন্য তাদের ব্যয় করতে হবে মোট সম্পদের অতি সামান্য অংশ। বিশেষ করে বিশ্বের শীর্ষ দুই ধনী জেফ বেজোস ও ইলোন মাস্কের কথা উল্লেখ করেন তিনি। বিশ্ব খাদ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বে এ মুহূর্তে এমন ৪ কোটি ২০ লাখ মানুষ আছেন যাদের কাছে এখনই আমরা যদি পৌঁছতে না পারি তাহলে তারা মৃত্যুর দিকে ধাবিত হবে। এদের সহায়তার জন্য প্রয়োজন মাত্র ৬০০ কোটি ডলার। ব্লুমবার্গের তথ্য অনুসারে টেসলার প্রধান ইলোন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ হাজার ৯০০ কোটি ডলার। বলা হচ্ছে, বিশ্বজুড়ে মহামারী শুরুর পর ইলোন মাস্কের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের তথ্য বলছে, অক্টোবর শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে ৫ দশমিক শূন্য ৪ ট্রিলিয়নে। ডেভিড বিয়াসলে কেবল এ সম্পদের ২ শতাংশ অনুদান হিসেবে দিতে বল...

মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অনেক বিদেশি প্রতিষ্ঠান

Image
  দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে গত ৯ মাস ধরে সামরিক শাসন চলছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। সেই সঙ্গে ধীর হচ্ছে অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে দেশটি থেকে এক এক করে চলে যাচ্ছে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। মিয়ানমারে প্রচুর বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ থাকা সত্ত্বেও অক্টোবরেই সেখান থেকে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে জার্মান হোলসেলার 'মেট্রো'। ২০১৯ সালে 'মেট্রো' মিয়ানমারে ব্যবসা শুরু করে। সংস্থাটি স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইয়োমা গ্রুপের ইয়োমা স্ট্র্যাটেজিক হোল্ডিংসের সঙ্গে যৌথভাবে সেখানকার হোটেল-রেস্তোরাঁয় খাবার সরবরাহ করে আসছিল। শুধু জার্মান প্রতিষ্ঠান 'মেট্রো' নয়, মানবাধিকারের প্রশ্নে মিয়ানমার থেকে সরে আসতে হচ্ছে ইউরোপের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও। এর আগে গত জুলাইয়ে নরওয়ের টেলিকম সংস্থা টেলিনর গ্রুপ বলেছিল, তারা মিয়ানমারে তাদের মোবাইল কার্যক্রম ১০৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দেবে। তাদেরকে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহারের জন্যে মিয়ানমারের সেনারা চাপ দিচ্ছিল। একইভাবে চলতি বছরের মধ্যেই ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো মিয়ানমার ছাড়ার পরিকল্পনা করছে। শুধু ইউরোপীয়...