আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের নির্বাসিত সরকার গঠনের ঘোষণা
আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ছবি : এএফপি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান সরকারের কর্মকর্তারা নির্বাসিত আফগান সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। এর প্রধান হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। আফগান সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়। বিজ্ঞাপন বিজ্ঞাপন সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতান্ত্রিক আফগানিস্তানই দেশটির একমাত্র বৈধ সরকার, যা জনগণের ভোটে নির্বাচিত এবং অন্য কোনো সরকার বৈধ সরকারকে প্রতিস্থাপন করতে পারে না। বিজ্ঞাপন বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখন বহিঃশক্তির দখলে। আফগান সরকারের ঐতিহাসিক দায়িত্বের ভিত্তিতে দেশের প্রবীণদের সঙ্গে পরামর্শ করে নির্বাসিত সরকার ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফ গনির পলায়ন ও দেশের রাজনীতিতে ভাঙনের পর আমরুল্লাহ সালেহ দেশের নেতৃত্ব দেবেন। তিনি নির্বাসিত সরকারের প্রধান হবেন। এ ছাড়া শিগগিরই সরকারের তিনটি ক্ষমতা—নির্বাহী, বিচারিক ও আইনসভা সক্রিয় করা হবে। বিবৃতিতে আহমদ মাসউদের নেতৃত্বাধীন তালেবানবিরোধী প্রতিরোধ মোর্চাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে এ...