Posts

বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালেবান : জাতিসংঘ

Image
  তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। ফাইল ছবি তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে তালেবান যোদ্ধাদের হাতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে। বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়। বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চার জনের মৃত্যুর কথা জানান এ কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কাভার করেছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, তালেবানরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে। সূত্র :  দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

পাঞ্জশিরে সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবান

Image
  ফাইল ছবি পাঞ্জশিরে পালিয়ে থাকা বিদ্রোহী নেতা ও সাবেক আফগানম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বার্তা সংস্থা  রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।  নিহতের আত্মীয় এবাদুল্লাহ সালেহের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে , কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো। লিখিত বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালেহ বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। এদিকে, তালেবান দাবি করেছে যে, পাঞ্জশিরে যুদ্ধের সময় রোহুল্লাহ আজিজী সালেহ নিহত হন। বিডি-প্রতিদিন/শফিক

দেশে এসে আরও ৫৪ লাখ টিকা

Image
  সংগৃহীত ছবি চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন। এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে। এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

যুদ্ধবিমানের পাখায় দোলনা, তালেবানের শিশুসুলভ কাণ্ডের ভিডিও ভাইরাল

Image
  যুদ্ধবিমানের পাখায় দোলনা, তালেবানের শিশুসুলভ কাণ্ডের ভিডিও ভাইরাল যুদ্ধবিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি হয়েছে দোলনা। প্রবল উচ্ছ্বাসে সেই দোলনায় বসে দুলছেন এক যুবক। তাকে পিছন থেকে দোল দেওয়াতেও উৎসাহের অন্ত নেই অন্যজনের। আশপাশে দাঁড়িয়ে থাকা বাকিরাও প্রবল আনন্দে মাতোয়ারা। আফগানিস্তানে তালেবানের এই ‘শিশুসুলভ কাণ্ড’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য এই প্রথম নয়। তালেবান কাবুল দখলের পরেও দেখা গেছে, শিশুদের পার্কে দাপিয়ে বেড়াচ্ছেন বন্দুক হাতে তালেবান যোদ্ধারা। শিশুদের খেলনাগাড়িতে চলে অস্ত্র উঁচিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। প্রেসিডেন্টের প্রাসাদের দখল নিয়ে সেখানকার জিমেও শারীরিক কসরত করতে দেখা গেছে তাদের। জানা গেছে, যে যুদ্ধবিমান থেকে দড়ি ঝুলিয়ে দোলনা বানানো হয়েছে, সেগুলো আসলে আফগান বিমানবাহিনীর। কয়েক বছর আগে বিমানগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর ঘাঁটিতেই পড়ে আছে সেগুলো। বৃহস্পতিবার আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে তালেবানের ওই কাণ্ড। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার ...

আফগানিস্তান ত্যাগের অনুমতি পেল আমেরিকানসহ ২০০ জন

Image
  রাজধানী কাবুল গত ১৫ আগস্ট দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এদিকে দেশটিতে আটকা পড়া আমেরিকানসহ বিভিন্ন দেশের আরও ২০০ নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান। আজ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ এই অনুমতির জন্য তালেবানকে চাপ দিয়েছিলেন। নামপ্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই ২০০ মানুষ আফগানিস্তান ছাড়বেন। এদিকে মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রীদের নাম ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দকে। তালেবান সরকারের প্রধানমন্ত্রী আখুন্দ বলেছেন, সাবেক কর্মকর্তারা দেশে ফিরে আসলে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবো। পাশাপাশি কূটনীতিক, দূতাবাস এবং মানবাধিকার ত্রাণেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তালেবান এই অঞ্চল এবং বাইরের দেশগুলোর সঙ্গে পজিটিভ এবং শক্তিশ...

তালেবানের সরকার নিয়ে যে মন্তব্য করল ইউরোপীয় ইউনিয়ন

Image
  তালেবানের সরকার নিয়ে যে মন্তব্য করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তা অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক নয়। ইউরোপীয় জোট বলছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সরকার গঠনের ব্যাপারে তালেবান যে অঙ্গীকার ব্যক্ত করেছিল তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র এসব কথা বলেছেন। তিনি বলেন, “সরকারের মন্ত্রী-উপমন্ত্রীদের যে নামের তালিকা ঘোষণা করা হয়েছে তা প্রাথমিকভাবে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বিভিন্ন নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের যে আশা আমরা করেছিলাম এবং গত কয়েক সপ্তাহ ধরে তালেবান যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল তা পূরণ হয়নি।” তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ২৭ জাতির ইউরোপীয় জোট পাঁচটি শর্ত দিয়েছে যার মধ্যে অন্যতম হলো- অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক অন্তর্বর্তী সরকার গঠন। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। বিষয়টিকে পশ্চিমা দেশগ...

বিমানবাহিনীর জন্য ৫৬টি পরিবহন বিমান কিনছে ভারত

Image
  বিমানবাহিনীর জন্য স্পেন থেকে ৫৬টি মাঝারি পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। বুধবার ভারতের প্রেস  ইনফরমেশন ব্যুরোর এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। স্পেনের নির্মাতা সংস্থার পক্ষ থেকে ১৬টি বিমান ‘উড্ডয়নের উপযুক্ত অবস্থায়’ ভারতীয় বিমানবাহিনীর জন্য আমদানি করা হবে। বাকি ৪০টি ওই সংস্থার সহযোগিতায় ভারতে বানানো হবে। ওই সামরিক পরিবহন বিমান নির্মাণ করছে স্পেনের সিএএসএ সংস্থা সি-২৯৫ নামে একটি প্রতিষ্ঠান। প্রয়োজনে বিমানটি নজরদারির কাজেও ব্যবহার করা যায়। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে ওই বিমান নির্মাণ শুরু করেছে তারা। এবার সেই তালিকায় আসতে চলেছে ভারত। ওই ৫৬টি বিমানের মধ্যে ৬টি উপকূলরক্ষী বাহিনীকে নজরদারির কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে। বাকিগুলি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কাজে ব্যবহার করা হবে। আগামী ৪ বছরের মধ্যে স্পেন থেকে বিমান আমদানি শুরু হবে। পরবর্তী পর্যায়ে টাটা কনসোর্টিয়ামের সহযোগিতায় দেশে শুরু হবে সি-২৯৫-এর উৎপাদন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন