Posts

ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র, পাল্লায় পাকিস্তান-আফগানিস্তান

Image
  ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র খুব শিগগিরই প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ‘আইএনএস অন্বেষ’-এর। সমুদ্রের ওপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ। বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র দেশেই এই সুবিধা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারতও। ফ্লোটিং টেস্ট রেঞ্জ বা ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে একটি জাহাজ। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই জাহাজের নকশা বানিয়েছে। বিশালাকার এই জাহাজ দৈর্ঘে ২০০ মিটার, চওড়ায় ৬০ মিটার এবং এর আয়তন প্রায় দশ হাজার টন। এই জাহাজে একটি ‘ইলেক্ট্রো-অপটিক্যাল মিসাইল ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে। রয়েছে একটি র‌্যডার। সঙ্গে একটি লঞ্চ প্যাড, একটি মিশন নিয়ন্ত্রক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তার গতিবিধি নজরে রাখার ব্যবস্থাও রয়েছে এতে। দেড় হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই জাহাজটি। অর্থাৎ ভারতের গুজরাট...

সব ধরনের খেলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করলো তালেবান

Image
  আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালেবানের সাংস্কৃতিক কমিশন। আজ বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না। ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না। তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না। আইসিসির অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এ ব্যাপারে তালেবান আপোষ করবে না। অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গত মাসে এক গণমাধ্যম...

সরকার গঠনের একদিনের মাথায় ৫ সাংবাদিককে গ্রেফতার করলো তালেবান

Image
  কাবুলে গ্রেফতার পাঁচ সাংবাদিক আফগানিস্তানের রাজধানী কাবুলের দৈনিক পত্রিকা ইটিলাট্রোজের পাঁচ সাংবাদিককে গ্রেফতার করেছে তালেবান। বুধবার এ তথ্য জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক জাকি দরিয়াবি। দেশটির গণমাধ্যম টোলোনিউজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে তালেবান তাদেরকে কি কারণে গ্রেফতার করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি গণমাধ্যমটি। এদিকে, গতকাল মঙ্গলবার দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। অন্তবর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দকে। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার এবং মৌলভী হান্নাফি।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

Image
  বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়ে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়েছেন তালেবান সদস্যরা। মঙ্গলবার কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে। বিক্ষোভে প্রায় ৭০ জনের মতো অংশ নেন। যাদের অধিকাংশই নারী। তারা পাকিস্তান দূতাবাসের বাইরে স্লোগান দেন, তাদের হাতে ছিল নানা ধরনের পোস্টার। আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।  ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনও সরকার গঠন করতে পারেনি গোষ্ঠীটি। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারী অধিকারকর্মীরা বিক্ষোভের আয়োজন করছেন। এর আগে মাজার-ই-শরিফ, হেরাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কাবুলে ‘ঈগল’ ঘাঁটিতে শত মিলিয়ন ডলারের সরঞ্জাম ধ্বংস করলো সিআইএ (ভিডিও)

Image
  মার্কিন সেনারা কয়েকশ’ সাজোয়া যান, সশস্ত্র ট্যাঙ্ক ও অস্ত্র ধ্বংস করেছে। গত ১৫ আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে তালেবান। এতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর ২০ বছরের অভিযানের সমাপ্তি ঘটে। দেশটিতে তালেবানের সরকার গঠন এখন সময়ের ব্যাপার। এদিকে, রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি ঘাঁটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছে ক্ষমতাসীন তালেবান। সোমবার এ ঘাঁটি উন্মুক্ত করে তালেবান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ওই ঘাঁটিতে থাকা সব সামরিক যন্ত্রপাতি, যান ও নথি নষ্ট করেছে, অথবা পুড়িয়ে দিয়েছে।  মঙ্গলবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কাবুলের দেহ সাব এলাকার অবস্থিত 'ঈগল' নামে কেন্দ্রটিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও আফগান এনডিএস -১ বাহিনীর কর্মকর্তারা অবস্থান করতেন। ক্যাম্পটি এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। তালেবান বলছে, মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ অনেক নথি ধ্বংস করে দিয়েছেন। সেইসঙ্গে তারা কয়েকশ’ সাজোয়া যান, সশস্ত্র ট্যাঙ্ক ও অস্ত্র ধ্বংস ...

তালেবানের দাবি অস্বীকার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রেজিস্ট্যান্স ফ্রন্টের

Image
  উপরে ইনসেটে রেজিস্ট্যান্স ফ্রন্ট (ফাইল ছবি) পানশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এই সংগঠনের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম এমনটাই দাবি করেছেন। তিনি জানান, ‘এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’ এদিকে, পানশির নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর এবার তারা প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখলে নেয়ার দাবি করেছে তালেবানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন তালেবান যোদ্ধা। তবে স্থানীয়দের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পানশিরের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদ। বিডি-প্রতিদিন/শফিক

১০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করছেন মুকেশ আম্বানি

Image
  মুকেশ আম্বানি ফোর্বসের বিচারে ভারতের শীর্ষ ধনী ভারতের রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে। গত শুক্রবার রিলায়্যান্স গ্রুপের শেয়ার দর বেড়ে যাওযায় ৩৭০ কোটি ডলার মুনাফা হয়। তাতে ভর করেই এবার বিশ্বের ধনীদের তালিকায় আরও উপরে উঠে এলেন মুকেশ আম্বানি। অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় দ্বাদশ স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার কোটি রূপি। তালিকায় ২০ হাজার ৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। কিছুদিন আগে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান পরিবেশ দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি রূপি বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এ প্রকল্পের আওতায় গুজরাটের জামনগরে আগামী তিন বছর চারটি গিগাওয়াট ফ্যাক্টরি তৈরির কাজ চলবে। এসব কারখানায় ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন