Posts

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

Image
  বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়ে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়েছেন তালেবান সদস্যরা। মঙ্গলবার কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে। বিক্ষোভে প্রায় ৭০ জনের মতো অংশ নেন। যাদের অধিকাংশই নারী। তারা পাকিস্তান দূতাবাসের বাইরে স্লোগান দেন, তাদের হাতে ছিল নানা ধরনের পোস্টার। আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।  ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনও সরকার গঠন করতে পারেনি গোষ্ঠীটি। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারী অধিকারকর্মীরা বিক্ষোভের আয়োজন করছেন। এর আগে মাজার-ই-শরিফ, হেরাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কাবুলে ‘ঈগল’ ঘাঁটিতে শত মিলিয়ন ডলারের সরঞ্জাম ধ্বংস করলো সিআইএ (ভিডিও)

Image
  মার্কিন সেনারা কয়েকশ’ সাজোয়া যান, সশস্ত্র ট্যাঙ্ক ও অস্ত্র ধ্বংস করেছে। গত ১৫ আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে তালেবান। এতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর ২০ বছরের অভিযানের সমাপ্তি ঘটে। দেশটিতে তালেবানের সরকার গঠন এখন সময়ের ব্যাপার। এদিকে, রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি ঘাঁটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছে ক্ষমতাসীন তালেবান। সোমবার এ ঘাঁটি উন্মুক্ত করে তালেবান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ওই ঘাঁটিতে থাকা সব সামরিক যন্ত্রপাতি, যান ও নথি নষ্ট করেছে, অথবা পুড়িয়ে দিয়েছে।  মঙ্গলবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কাবুলের দেহ সাব এলাকার অবস্থিত 'ঈগল' নামে কেন্দ্রটিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও আফগান এনডিএস -১ বাহিনীর কর্মকর্তারা অবস্থান করতেন। ক্যাম্পটি এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। তালেবান বলছে, মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ অনেক নথি ধ্বংস করে দিয়েছেন। সেইসঙ্গে তারা কয়েকশ’ সাজোয়া যান, সশস্ত্র ট্যাঙ্ক ও অস্ত্র ধ্বংস ...

তালেবানের দাবি অস্বীকার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রেজিস্ট্যান্স ফ্রন্টের

Image
  উপরে ইনসেটে রেজিস্ট্যান্স ফ্রন্ট (ফাইল ছবি) পানশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এই সংগঠনের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম এমনটাই দাবি করেছেন। তিনি জানান, ‘এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’ এদিকে, পানশির নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর এবার তারা প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখলে নেয়ার দাবি করেছে তালেবানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন তালেবান যোদ্ধা। তবে স্থানীয়দের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পানশিরের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদ। বিডি-প্রতিদিন/শফিক

১০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করছেন মুকেশ আম্বানি

Image
  মুকেশ আম্বানি ফোর্বসের বিচারে ভারতের শীর্ষ ধনী ভারতের রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে। গত শুক্রবার রিলায়্যান্স গ্রুপের শেয়ার দর বেড়ে যাওযায় ৩৭০ কোটি ডলার মুনাফা হয়। তাতে ভর করেই এবার বিশ্বের ধনীদের তালিকায় আরও উপরে উঠে এলেন মুকেশ আম্বানি। অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় দ্বাদশ স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার কোটি রূপি। তালিকায় ২০ হাজার ৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। কিছুদিন আগে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান পরিবেশ দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি রূপি বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এ প্রকল্পের আওতায় গুজরাটের জামনগরে আগামী তিন বছর চারটি গিগাওয়াট ফ্যাক্টরি তৈরির কাজ চলবে। এসব কারখানায় ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন লাদেনপুত্র, স্ত্রীকে নিয়ে যেতে চান ইসরায়েল

Image
  লাদেনের কনিষ্ঠ পুত্র ওমর। ফাইল ছবি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য বহুল পরিচিত হয়ে উঠেন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এরপর ২০১১ সালের মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশেষ দলের পাকিস্তানে অভিযানে মারা যান তিনি।  যেই লাদেন ইসরায়েলকে মনেপ্রাণে ঘৃণা করতেন সেই লাদেনের কনিষ্ঠ পুত্র ওমর তার মরহুম বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি এখন ইসরায়েল ভ্রমণ করতে চান। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহাওনোথের সঙ্গে কথা বলার সময়  তিনি তার এই পরিকল্পনার কথা জানান।  ওমর ওই পত্রিকাকে বলেন, ‘তিনি ইসরায়েল সফর করার পরিকল্পনা করছেন। কারণ, তিনি তার মরহুম বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।’  ওমর এখন ফ্রান্সে বসবাস করছেন। তিনি জানান, স্ত্রীর সঙ্গে তার ইসরায়েল সফরের পরিকল্পনা আছে। তার স্ত্রীর পরিবার ইহুদি। ওমর যুক্তরাষ্ট্রে যাওয়ারও স্বপ্ন দেখেন জানিয়ে বলেন, ‘আমরাতো বিশ্বাস করি যে, সারা বিশ্বকে একসঙ্গে বসবাস করতে হবে এবং প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে একে অপরের সঙ্গে বাস করতে পা...

তালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখবে ভারত

Image
  কাবুলে তালেবান নেতৃবৃন্দ আলোচনার দরজা খুললেও তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নেবে নয়াদিল্লি। শনিবার এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।  তিনি বলেন, ‘‘কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি। ভবিষ্যতে আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।  শুক্রবার তালেবান মুখপাত্র সুহেল শাহিন বলেন, ‘‘মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে। পাশাপাশি চীনকে পাকিস্তানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বলেও বর্ণনা করেন তিনি।  এরপরই এমন মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই এর সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, ওই বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি ভারতে আসতে ইচ্ছুক সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নয়াদিল্লিতে আনার ব...

পানশির দখল নিয়ে তালেবান ও বিরোধীদের ভিন্ন-ভিন্ন দাবি

Image
  পানশির দখলের চেষ্টায় দুই পক্ষের মাঝে তীব্র লড়াই আফগানিস্তানের পানশির উপত্যকা, একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই, সেটি তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করেছে তালেবান। তালেবান সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পুরো পানশিরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে তালেবানবিরোধী মিলিশিয়া দাবি করছে, লড়াই এখনও চলছে। প্রতিরোধ বাহিনীর নেতাদের একজন আমরুল্লাহ সালেহ নিজে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে ওঠা দাবি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি সংকটজনক। পানশির দখলের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।  আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তালেবান ঝড়ের গতিতে পুরো দেশ দখল করে নিলেও পানশির এলাকায় তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এই উপত্যকাটি নিয়ন্ত্রণ করছিল। রাজধানী কাবুলের উত্তর-পূর্বে পানশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ। পাহাড় দিয়ে ঘেরা এই প্রদেশে দেড় থেকে দুই লাখ লোকের বাস। এলাকাটি বরাবরই তালেবানবিরোধী। এর বড় কারণ হলো এই উপ...