Posts

আফগান বিমান বাহিনীর হামলায় ‘৭০ তালেবান নিহত’

Image
  ফাইল ছবি আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে দেশটিতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে। এদিকে কান্দাহার প্রদেশের সেনা কমান্ডার মোহাম্মাদ সাদেক ঈসা জানিয়েছেন, কান্দাহার শহরে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় আফগান বিমান বাহিনীর হামলায় ৭০ জন তালেবান নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, তালেবান বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। গজনি শহরের আশপাশে শনিবার দিনভর সংঘর্ষ হয়েছে এবং গজনি সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর বলেছেন, তালেবান অস্ত্রধারীরা ঘরবাড়িতে ঢুকে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সরকারি সেনাদের বিরুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেন, গজনি প্রদেশের মালেস্তান, নাহুর ও জাগুরি জেলায় তালেবানের কয়েক দফা হামলা প্রতিহত করেছে সরকারি সেনারা। বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস জানিয়েছেন...

আফগানিস্তান থেকে কূটনীতিবিদ ও সেনাদের ফিরিয়ে আনল ভারত

Image
  কান্দাহারে গাড়ি বোমা হামলার পর ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন এক ব্যক্তি আফগানিস্তানের কান্দাহারে তালিবান ও লস্কর ই তৈয়বা জঙ্গিদের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েই চলেছে। এই অবস্থায় কান্দাহার থেকে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে আনা হয়েছে। আজ রবিবার আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে। ভারত জানিয়েছে, এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।   বিডি প্রতিদিন/ফারজানা

কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে তুরস্ক: এরদোয়ান

Image
  রিসেপ তাইয়্যেব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে তার দেশের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতা হয়েছে। তিনি আরও বলেছেন, তুর্কি সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার ‘সবদিক’ সম্পর্কে বিস্তারিত চুক্তি হয়েছে। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার আগেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নিতে সম্মত হয়েছে তুরস্ক। এর মাধ্যমে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, “বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমেরিকা ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে কথা হয়েছে এবং সেখানে আমরা জানিয়ে দিয়েছি, আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না।” এর আগে গতমাসে ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে কথা বলেন। ওই সাক্ষাতে কাবুল বিমানবন্দরে...

মহাকাশে তৃতীয় ভারতীয় নারী হচ্ছেন ৩৪ বছর বয়সী শিরিশা

Image
  শিরিশা বান্দলা শিরিশা বান্দলা। বয়স ৩৪। মহাকাশ যাত্রী হতে যাচ্ছেন তিনি। রবিবার ৩৪ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত নারী ভার্জিন গ্যালাকটিকের স্পেশশিপ টু ইউনিটিতে করে আরও পাঁচ যাত্রীর সঙ্গে মহাকাশে যাত্রা করবেন তিনি। প্রথম ভারতীয় নারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন কল্পনা চাওলা। দ্বিতীয় জন ছিলেন সুনিতা উইলিয়ামস। অবশ্য তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও, ভারতে জন্মাননি। ভারতের অন্ধ্র প্রদেশের গুনতার জেলায় জন্ম বান্দলা। পরে বাবা-মায়ের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলে যান। পারিডু বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং স্নাতক করেছেন তিনি। মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারের কাছেই বড় হয়েছিলেন বান্দলা। তিনি সব সময় মহাকাশ যাত্রী হতে চেয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি ভার্জিন গ্যালাকটিকের সরকার সম্পর্ক ও রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। মহাকাশে যাত্রায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বান্দলা গত ৬ জুলাই তার টুইটারে লিখেছেন, ‘এই সুযোগটি পাওয়ার খবর প্রথম পাওয়ার পর বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ভিন্ন যোগ্যতা, ভিন্ন ভৌগলিক এবং ভিন্ন সম্প্রদ...

জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কের উপর আছড়ে পড়েছে। এতে পাইলটসহ দু’জন নিহত হয়েছেন।

Image
জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কের উপর আছড়ে পড়েছে। এতে পাইলটসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৭ ও অপর জনের ৫৩ বছর। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হেসি রাজ্যের দক্ষিণ-পূর্ব অংশের গেলেনহাউসন শহরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি যে জায়গায় বিধ্বস্ত হয়েছে, তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং মহাসড়ক। বিমানটি বিমানবন্দরেই যাচ্ছিল। বিমানে দুই জন ছিলেন। দুর্ঘটনায় দুই জনই মারা গেছেন। দুর্ঘটনার ফলে পাশে এ৬৬ মহাসড়ক বা রেললাইনের কোনো ক্ষতি হয়নি। ছোট বিমানটি মহাসড়কের পাশে রাস্তার ধারে গাছের উপর আছড়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা মনে করছেন, ইমার্জেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারী অফিসাররা এখন খতিয়ে দেখছেন দুর্ঘটনা কারণ। সূত্র : ডয়েচে ভেলে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন  

৬০ মিনিট সময় দিচ্ছি পারলে হত্যা করো : ইসরায়েলকে চ্যালেঞ্জ হামাস নেতার

Image
  গাজা উপত্যকার উন্মুক্ত স্থান দিয়ে হেঁটে যাচ্ছেন ইব্রাহিম সিনওয়ার (বাম থেকে তৃতীয়) ইসরায়েলি হুমকি গ্রহণ করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে তাকে হত্যা করে দেখাক। সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ মন্তব্য করেন। এর আগে, ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব। এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং তিনি ইসরায়েলি হামলায় শহীদ হতে চান। সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, “মি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে...

‘প্রিয় বন্ধু’ ম্যাঁক্রোকে ধন্যবাদ জানিয়ে মোদির ফোন

Image
  ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি কোভিড আবহে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্স। সেই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ফোনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনাও হয়। ভারতের প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস । এই ফোনালাপ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিডের সময় ফ্রান্স যেভাবে ভারতকে সাহায্য করেছে, তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। এ ছাড়া দুই দেশের নেতা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ইতিবাচকভাবে সম্পন্ন হওয়ায় দুই নেতাই সন্তুষ্টি প্রকাশ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ভারতে আমন্ত্রণ জানান মোদি। এ ছাড়া নরেন্দ্র মোদি এক টুইটে এই ফোনালাপের কথা জানান । টুই...