Posts

যুক্তরাজ্যের গবেষণা , প্রথম ডোজ শুধু নিজেকে নয়, পরিবারকেও নিরাপদ করে

Image
    উত্তর-পূর্ব ইংল্যান্ডের একটি কেন্দ্রে এক ব্যক্তিকে টিকা দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী ফাইল ছবি: এএফপি ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়ার পর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ঘরের কোনো সদস্যকে সংক্রমিত করার সম্ভাবনা ৫০ শতাংশ কমে যায়। গতকাল বৃহস্পতিবার এক ব্রিটিশ গবেষণায় বিষয়টি উঠে এসেছে। এনডিটিভির খবরে বলা হয়, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে একটি গবেষণা চালায় পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। এতে দেখা গেছে, টিকার প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহের মধ্যে কোনো ব্যক্তি আক্রান্ত হলে তার সংস্পর্শে আসা ঘরের অন্য মানুষদের মধ্যে সংক্রমণের হার ৩৮ থেকে ৪৯ শতাংশ কমে যায়। ঘরের অন্য ব্যক্তিরা টিকা না নিলেও এমনটি দেখা গেছে গবেষণাটিতে।     ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘আমরা ইতিমধ্যে জেনেছি, টিকা মানুষের জীবন বাঁচায়। আর ব্যাপক তথ্য-উপাত্ত নিয়ে এ গবেষণা দেখাচ্ছে, টিকা গ্রহণকারী ব্যক্তি প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ কমিয়ে দেয়।’ বিজ্ঞাপন ADVERTISEMENT ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এই মহামারির বিরুদ্ধে টিকার সবচেয়ে শক...

বাইডেন ও যুক্তরাষ্ট্রকে সময়মতো জবাব দেওয়া হবে: তুরস্ক

Image
  জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৯১৫ সালে অটোমান তুর্কি বাহিনীর হাতে লাখ লাখ আর্মেনিয়ানের নিহত হওয়াকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করার পর তৎক্ষণাৎ এক পাল্টা বিবৃতি দিয়ে এর সমালোচনা করেছে তুরস্ক। প্রতিবাদে আঙ্কারা জানায়, ১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার ঘটনায় বাইডেন ও তার দেশ যুক্তরাষ্ট্রকে সময়মতো জবাব দেওয়া হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোলু বলেন, আমাদের ইতিহাসের ব্যাপারে আমরা অন্য কারো কাছ থেকে সবক নেব না। তিনি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। এর আগে গত শনিবার জো বাইডেন বলেন, মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস্য ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তাকে আঙ্কারার কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, বাইডেনের বক্ত...

৬ মাত্রার ভূমিকম্প আসামে

Image
  ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা ২১ মিনিটে আসামের ধেকিয়াজুলি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূর। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার। তীব্র এ ভূমিকম্পে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়েছে কিনা তা রাজ্য প্রশাসন খতিয়ে দেখছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আসামে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সাবধানে থাকার আহ্বান জানাচ্ছি। সব জেলা থেকে তথ্য নেওয়া হচ্ছে। বিডি প্রতিদিন/হিমেল

দম বন্ধ হয়ে মারা গেছে ৪২০০ টন স্যামন

Image
  দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ঘাতক শ্যাওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ কথা জানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশে এমন গণমৃত্যু ঘটল। ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে। একই কারণে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়। বিডি প্রতিদিন / এ মজুমদার 

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক

Image
  প্রতীকী ছবি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ আড়াই বছর পর বৈঠক করল ভারত ও পাকিস্তান।  গত মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের (পিআইসি) দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয়। খবর এএনআই’র। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালেই গঠন করা হয় পিআইসি। চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে গত মঙ্গলবারের বৈঠকটি শুরু হয় প্রায় আড়াই বছরের ব্যবধানে।  জানা গেছে, পাকিস্তান থেকে প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে গত সোমবার। তারা মূলত ১৯৬০ সালে করা চুক্তির আওতায় পানি বন্টন নিয়ে ভারতে বৈঠক করতে এসেছেন। প্রতি বছর এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মাঝখানে আড়াই বছরের ব্যবধান তৈরি হওয়ার পেছনে রয়েছে করোনাভাইরাস মহামারী। গত বছর নয়াদিল্লিতে বৈঠকের সময় নির্ধারণ থাকলেও করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল। ২০১৯ সালে দ্বি-পাক্ষিক উত...

মানবাধিকার লঙ্ঘন: আরব ঐক্য ভেঙে ইসরায়েলের পক্ষে অবস্থান নিল বাহরাইন

Image
  ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তোলা একটি নিন্দা প্রস্তাবের পক্ষে দেয়নি বাহরাইন। মঙ্গলবার আয়োজিত ওই ভোটাভুটিতে মানামা এই প্রথম ভোটদানে বিরত ছিল। বাহরাইনের এই পদক্ষেপকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল বছরের পর বছর ধরে যে হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে জাতীয় মানবাধিকার পরিষদে নিন্দা প্রস্তাব তোলা হয়। বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট না দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাহারানই এই সাহস দেখাল। আরব ঐক্য ভেঙে বাহরাইন সরকার এ কাজ করেছে। বাংলাদেশসহ মানবাধিকার পরিষদের ৪৭টি দেশের মধ্যে ৩২টি দেশ নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছে। ফলে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের ওপর ভোট দেওয়া থেকে বিরত ছিল বাহামা, বাহরাইন, চেক রিপাবলিক, ভারত, মার্শাল দ্বীপপুঞ্জ, নেপাল, ফিলিপাইন, ইউক্রেন,  ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে- অস্ট্রিয়া, ব্রাজিল,...

যেমন কথা তেমন কাজ, নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এনেই ছাড়ছেন ট্রাম্প!

Image
  ডোনাল্ড ট্রাম্প গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যকে ‘অসংলগ্ন, মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। এতে মনের দিক থেকে ক্ষুব্ধ হন ট্রাম্প। ঘোষণা দেন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনার। যেমন কথা তেমন কাজ। এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর সিএনএন’র। প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে এ তথ্য জানান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানান মিলার। বিডি প্রতিদিন/কালাম