Posts

দম বন্ধ হয়ে মারা গেছে ৪২০০ টন স্যামন

Image
  দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ঘাতক শ্যাওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ কথা জানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশে এমন গণমৃত্যু ঘটল। ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে। একই কারণে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়। বিডি প্রতিদিন / এ মজুমদার 

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক

Image
  প্রতীকী ছবি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ আড়াই বছর পর বৈঠক করল ভারত ও পাকিস্তান।  গত মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের (পিআইসি) দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয়। খবর এএনআই’র। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালেই গঠন করা হয় পিআইসি। চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে গত মঙ্গলবারের বৈঠকটি শুরু হয় প্রায় আড়াই বছরের ব্যবধানে।  জানা গেছে, পাকিস্তান থেকে প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে গত সোমবার। তারা মূলত ১৯৬০ সালে করা চুক্তির আওতায় পানি বন্টন নিয়ে ভারতে বৈঠক করতে এসেছেন। প্রতি বছর এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মাঝখানে আড়াই বছরের ব্যবধান তৈরি হওয়ার পেছনে রয়েছে করোনাভাইরাস মহামারী। গত বছর নয়াদিল্লিতে বৈঠকের সময় নির্ধারণ থাকলেও করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল। ২০১৯ সালে দ্বি-পাক্ষিক উত...

মানবাধিকার লঙ্ঘন: আরব ঐক্য ভেঙে ইসরায়েলের পক্ষে অবস্থান নিল বাহরাইন

Image
  ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তোলা একটি নিন্দা প্রস্তাবের পক্ষে দেয়নি বাহরাইন। মঙ্গলবার আয়োজিত ওই ভোটাভুটিতে মানামা এই প্রথম ভোটদানে বিরত ছিল। বাহরাইনের এই পদক্ষেপকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল বছরের পর বছর ধরে যে হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে জাতীয় মানবাধিকার পরিষদে নিন্দা প্রস্তাব তোলা হয়। বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট না দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাহারানই এই সাহস দেখাল। আরব ঐক্য ভেঙে বাহরাইন সরকার এ কাজ করেছে। বাংলাদেশসহ মানবাধিকার পরিষদের ৪৭টি দেশের মধ্যে ৩২টি দেশ নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছে। ফলে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের ওপর ভোট দেওয়া থেকে বিরত ছিল বাহামা, বাহরাইন, চেক রিপাবলিক, ভারত, মার্শাল দ্বীপপুঞ্জ, নেপাল, ফিলিপাইন, ইউক্রেন,  ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে- অস্ট্রিয়া, ব্রাজিল,...

যেমন কথা তেমন কাজ, নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এনেই ছাড়ছেন ট্রাম্প!

Image
  ডোনাল্ড ট্রাম্প গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যকে ‘অসংলগ্ন, মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। এতে মনের দিক থেকে ক্ষুব্ধ হন ট্রাম্প। ঘোষণা দেন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনার। যেমন কথা তেমন কাজ। এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর সিএনএন’র। প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে এ তথ্য জানান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানান মিলার। বিডি প্রতিদিন/কালাম

ভারতের টিকা অনেক শক্তিধর: নেপালি রাষ্ট্রদূত

Image
  নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য সম্প্রতি নয়াদিল্লির করোনাভাইরাসের টিকা কর্মসূচির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য।  ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে নিলাম্বর আচার্য বলেছেন, 'ভারতের টিকা কর্মসূচি দুর্দান্ত। করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড অনুদান হিসেবে দেওয়ার জন্য ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। ভারতের টিকা অনেক শক্তিধর। ভারত অনেক দেশকে বিনামূল্যে টিকা সরবরাহ করেছে এবং বাণিজ্যিক ভিত্তিতেও সরবরাহ করছে।' ভারতের গণতন্ত্র থেকে নেপাল অনুপ্রেরণা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নিলাম্বর আরও জানান, 'আমরা (ভারত ও নেপাল) ঘনিষ্ঠ বন্ধু। ভারতের গণতন্ত্র থেকে অনুপ্রেরণা পেয়েছে নেপাল। উভয় দেশ একে অপরের সাথে সখ্যতা ভাগ করে নিয়েছে।'   বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান

Image
  ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের বিরোধের একমাত্র ইস্যু হচ্ছে কাশ্মীর। আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। বুধবার কলম্বোতে শ্রীলঙ্কা-পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একমাত্র বিরোধের বিষয় হচ্ছে কাশ্মীর এবং এটি কেবল আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমি ক্ষমতায় আসার পরপর আমাদের প্রতিবেশী ভারতকে প্রস্তাব দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলাম আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে উপমহাদেশকে সামনে এগিয়ে নিতে।” ইমরান বলেন, “আমি সফল হইনি। তবে আমি আশাবাদী, শেষ পর্যন্ত বিবেকের জয় হবে। একমাত্র বাণিজ্য সম্পর্কের মাধ্যমেই উপমহাদেশ দারিদ্র মোকাবিলা করতে পারবে।” ভারত অবশ্য দাবি করে আসছে, পাকিস্তান সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে। এটি বন্ধ না করা পর্যন্ত দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে না। চলতি মাসের প্রথম দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব বলেছিলেন, “আমাদের অবস্থান সবার জানা। ভারত পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ, বিদ্বেষ ও সহিং...

অভিবাসী নিয়ে বাইডেনের নির্দেশ আটকে গেল

Image
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছবি: এএফপি কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সব প্রক্রিয়া ১০০ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন জো বাইডেন। তাঁর সেই নির্দেশনা আটকে দিয়েছেন আদালত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দিয়েছেন। বাইডেন অন্যান্য নির্বাহী আদেশের সঙ্গে মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তবে আদালতের এই রায়ে অভিবাসনব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। বিজ্ঞাপন টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপ্টন অভিবাসীদের বিতাড়ন স্থগিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার ওপর সাময়িক নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। আদেশে বিচারক বলেছেন, ১০০ দিনের জন্য নথিপত্রহীন অভিবাসীদের বিতাড়ন বন্ধের জন্য নির্দেশনায় বাইডেন প্রশাসন সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে। রক্ষণশীল বিচারক ড্রিউ টিপ্টনের আদেশে অভিবাসী দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমেরিকায় থাকা ১ কোটি ১০ লাখের বেশি নথিপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ উন...