Posts

ভারতজুড়ে ৩০০৬ কেন্দ্রে কাল থেকে টিকাদান শুরু প্রতিনিধি প্রতিনিধি কলকাতা প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৪: ০২

Image
  করোনা টিকা ছবি: রয়টার্স করোনার টিকা নিয়ে সব প্রতীক্ষার অবসান হচ্ছে কাল শনিবার। কাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভারতজুড়ে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি। এতে শরিক হচ্ছে ভারতের ৩ হাজার ৬টি টিকাকেন্দ্র। আর পশ্চিমবঙ্গে এই সংখ্যা ২০৪টি। কাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সব টিকাদান কেন্দ্রই যুক্ত থাকবে ইন্টারনেটের মাধ্যমে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে দেওয়া হবে টিকা। বিজ্ঞাপন ভারত সরকার দেশের মানুষের জন্য দুটি টিকাকে অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভারতের সেরাম ইস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং অন্যটি ভারতের হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। তবে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে কোভিশিল্ড। ইতিমধ্যে দেশের সব টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এই দুটি টিকা। ভারতের ১৩টি শহরে এই টিকা পাঠানো হয়েছে আকাশপথে। ভারতের টিকাসংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ভিকে পল বলেছেন, ‘এখন আমরা কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিন প্রয়োগ করলেও আরও দুটি টিকা জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য অনুমতি চেয়েছি ভারতের সেন্ট্রাল ...

চীনের সিনোভ্যাক ভ্যাকসিন দিয়ে তুরস্কে গণ টিকাদান শুরু

Image
  টিকা নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চীনের সিনোভ্যাক সংস্থার উৎপাদিত ভ্যাকসিনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে গণ টিকাদান কার্যক্রম শুরু করেছে তুরস্ক। ফেরিহা ওজেড ইমারজেন্সি হাসপাতালের প্রধান চিকিৎসক নুরেত্তিন ইয়ায়েত জানান, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদান দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি অনলাইন ব্যবস্থা এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুরস্কের ৮১ প্রদেশে পরিচালিত হচ্ছে। প্রক্রিয়াটি ভ্যাকসিনের দীর্ঘ মেয়াদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোও শনাক্ত করতে পারে। প্রয়োজনীয় সব সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা শেষে গত বুধবার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোভ্যাকের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। অনুমোদন পাওয়ার পর এক সরাসরি সম্প্রচারে ভ্যাকসিনের ডোজ নেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোচা এবং করোনাভাইরাস সংক্রান্ত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্যরা। সিনোভ্যাকের টিকা নিলেন এরদোয়ান সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্...

পাকিস্তানের উড়োজাহাজ মালয়েশিয়ায় জব্দ

Image
  পাকিস্তানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ জব্দ করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। উড়োজাহাজটির ইজারাসংক্রান্ত একটি মামলা যুক্তরাজ্যের আদালতে চলমান। এ মামলার জেরেই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে।  পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানায়। বিষয়টি তারা কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করতে চাইছে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তার আগপর্যন্ত উড়োজাহাজটি মালয়েশিয়ায় থাকবে। মালয়েশিয়ার বিমানবন্দরের পরিচালক প্রতিষ্ঠান মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদ বলেন 'তাদের কাছে আদালতের নির্দেশ রয়েছে, পাকিস্তানের উড়োজাহাজটি যেন কুয়ালালামপুর ছাড়তে না পারে।' তবে পিআইএ মুখপাত্র আবদুল্লাহ এইচ খান বলেন, 'মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি জব্দ করেছে। এ নিয়ে পিআইএর সঙ্গে আরেকটি পক্ষের মামলা যুক্তরাজ্যের আদালতে চলছে। আমাদের পরে জানানো হয়, আদালতের আদেশে উড়োজাহাজটিকে জব্দ করা হয়েছে। পিআইএর আইনজীবীরা মালয়েশিয়ার আদালতে বিষয়টি মোকাবিলা করছেন। আশা করছি, শিগগি...

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৯ লাখ ৮৬ হাজার

Image
  বিশ্বে করোনায় ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজারেরও বেশি। করোনার দ্বিতীয় ঢেউে এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন। যা আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।  করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জনের। আর ছয় কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিডি প্রতিদিন / এ মজুমদার

ভারতের করোনা টিকা অবশ্যই ভালো’ স্বীকার করছে চীন

Image
    প্রতীকী ছবি ভারতে তৈরি কভিড-১৯ টিকা বেশ কয়েকটি দেশে গুরুত্ব পাওয়ায় চীন অবশেষে স্বীকার করছে, ‘ভারতের করোনা টিকা অবশ্যই ভালো।’ পাশ্চাত্যের পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, ভারতীয় বিশেষ জ্ঞান ফলপ্রদ টিকা উদ্ভাবনে সক্ষমতা অর্জন করেছে, সম্ভবত এ বোধ থেকেই চীন এখন মানছে যে, তার চেয়ে ভারত কোনো অংশে কম নয়।  চীন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘গ্লোবাল টাইমস’কে জানায়, জিলিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের বিজ্ঞানী জিয়াং চুনলাই বলেন, জেনেরিক ওষুধ উৎপাদনে ভারতের সুখ্যাতি রয়েছে। এখন দেশটি কভিড ভ্যাকসিন তৈরিতে যে নৈপুণ্য দেখাচ্ছে তা চীনা নৈপুণ্যের পেছনে নয়। জিয়াং চুনলাই সম্প্রতি ভারত বায়োটেক দেখে গেছেন। তিনি বলেন, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া হচ্ছে টিকা উৎপাদনে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান। উৎপাদনে বিশুদ্ধতা, দ্রুত সরবরাহের সক্ষমতা-দক্ষতার দিক থেকে এরা পাশ্চাত্যের কয়েকটি দেশ থেকেও শক্তিশালী। এসব কারণে বিশ্ববাজারে ভারতীয় টিকার চাহিদা সৃষ্টি হয়েছে। দক্ষিণ আফ্রিকা সেরাম ইনস্টিটিউট থেকে ১৫ লাখ ভ্যাকসিন নেবে। ব্রাজিলও চাইছে এ ভ্যাকসিন। এ ছাড়া মালয়েশিয়াসহ কয়েকটি আসিয়ানভুক্...

প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ধর্মান্তরিত করা হয়!

Image
  প্রতীকী ছবি ১৪ বছরের কিশোরী নেহা গান ভালোবাসতো। কিন্তু গত বছর থেকে গান গাওয়ার সেই সুযোগ হারিয়ে ফেলেছে সে। কারণ গত বছর খ্রিস্টান ধর্ম থেকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাকে জোর করে ৪৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়েও দিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  শুধু নেহা নয়। প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। অন্য ধর্মের মেয়েদের বিয়ে করার রাস্তাটা পাকা করার জন্যই মূলত ধর্মান্তরিত করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, করোনাভাইরাসের কারণে আরোপ করা লকডাউনের সময় ধর্মান্তরিতকরণের কাজটি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ লকডাউনের সময় বিদ্যালয় বন্ধ থাকায় মেয়েরা মানুষের দৃষ্টিগোচর হয় বেশি। এদিকে, আবার কনে পাচারকারীরা ইন্টারনেটে বেশি সক্রিয়। পরিবারগুলোরও বেশি ঋণের বোঝা বইতে হচ্ছে।  এপির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মার্কি...

কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকার সেতু

Image
  জম্মু ও কাশ্মীরের রাইসি জেলায় চেনাব নদীর ওপর ভারতের প্রথম তোরণাকার সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। নির্মাণ শেষে এই সেতুটি হবে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকৃতির সেতু।  বার্তা সংস্থা আইএএনএস জানায়, ভারতীয় রেলওয়ের প্রকৌশল সাফল্যের উজ্জ্বল নিদর্শন এই সেতুকে এনজি ব্রিজও বলা হয়ে থাকে। চেনাব নদীর দুই পাড়ের দুটি ইস্পাতের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকবে ৪৭০ দশমিক ২৫ মিটার দীর্ঘ এই সেতু। সিমেন্ট ও পাথরকুচির গাঁথুনিসমৃদ্ধ লোহার প্রতিটি খুঁটির উচ্চতা ১৩৩ মিটার। নদীর তলদেশ থেকে এনজি ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার। যার মানে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু।  উত্তরাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের অংশ এই সেতু কাটরা ও রাইসি জেলাকে সংযুক্ত করবে। ২৬০ কিমি গতির বাতাস প্রতিহত করার মতো মজবুত এনজি সেতুর মেয়াদ ১২০ বছর হবে বলে জানানো হয়। ফিনল্যান্ড ও জার্মানির কনসালট্যান্টদের তৈরি করা নকশায় সেতুটি খাড়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কনকন রেলওয়েজ।’ মোটা মোটা ৯৬টি তার এমনভাবে আঁকড়ে থাকবে যে, দেখে মনে হবে চেনাব নদীতে পড়োপ...