Posts

বিনা মূল্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শনিবার শুরু

Image
  করোনাভাইরাস প্রতীকী ছবি আগামী শনিবার দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, শুরুতে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। সন্দেহভাজন করোনা রোগী, যাঁদের উপসর্গ রয়েছে, শুধু তাঁদেরই অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন পরীক্ষার জন্য সরকার এখনো কোনো ফি নির্ধারণ করেনি। জেলা সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। যে ১০টি জেলায় শনিবার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এই পরীক্ষা করা যায় ১৫ থেকে ৩০ মিনিটে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষার মানসম্মত কিট আনা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে। উপ...

চীনের বেল্ট অ্যান্ড রোডের বিকল্প চালুর পরিকল্পনা

Image
  সংগৃহীত ছবি বিভিন্ন দেশের উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নামে একটি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দিয়ে থাকে চীন। এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর অবকাঠামো ও ইন্ধনশক্তি উন্নয়নসংক্রান্ত কাজে অর্থায়নের জন্য তাইওয়ান ও যুক্তরাষ্ট্র বিআরআইর ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে। তাইওয়ানের অর্থমন্ত্রী শু-জাইন রং সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, অবকাঠামো উন্নয়ন প্রয়াসী দেশগুলোকে তহবিল জোগানোর ক্ষেত্রে বিআরআইর বিকল্প ব্যবস্থা বৃহত্তর স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। তিনি বলেন, প্রাইভেট সেক্টর থেকে সংগ্রহ করা মূলধন ব্যবহার করা হবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। এ ব্যাপারে একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে এশিয়া ও ল্যাটিন আমেরিকায় অবকাঠামো ও ইন্ধনশক্তি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন শুরু করা হবে। অর্থায়নের নতুন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়, তাইওয়ানের ব্যাংক, বীমা ও অন্যান্য ব্যক্তি খাতের মূলধন জড়ো করে তা দিয়ে অর্থায়ন...

প্রথমবারের মতো আফগানিস্তানে ইরানের পণ্যবাহী ট্রেন

Image
  ইরানের পণ্যবাহী একটি ট্রেন প্রথমবারের মতো আফগানিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে কর্মকর্তারা। তারা বলেছেন, ট্রেনটি ৫০০ টন সিমেন্ট নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে। ইরান ও আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রেন যাতায়াত করল। দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং স্থলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে হেরাতের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানের খাফ শহর থেকে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেনটি হেরাতে পৌঁছেছে। ফরহাদ জানান, প্রাথমিকভাবে খাফ-হেরান রুটে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবং দ্বিতীয় পর্যায়ে এই রুটে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই রুটে দৈনিক চার থেকে পাঁচ হাজার টন বাণিজ্যিক পণ্য পরিবহন করা সম্ভব বলে জানান হেরাতের এই মুখপাত্র। আফগানিস্তানের রেল বিভাগ জানিয়েছে, তারা হেরাত-খাফ রেললাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিগগিরই ইরান ও আফগানিস্তানের প্রেসিডেন্টরা এই ট্রেন রুট উদ্বোধন করবেন বলে কথা রয়েছে...

২০২৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবো : ট্রাম্প

Image
  ডোনাল্ড ট্রাম্প এবারের হার অনিবার্য। ফলে চার বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা জানিয়ে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন ট্রাম্প। হোয়াইট হাউজে ক্রিসমাস পার্টিতে কর্মকর্তাদের এ কথা জানিয়ে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। ক্রিসমাস পার্টিতে তিনি বলেছেন, এ বারের লড়াই সফল না হলে ২০২৪ সালে তিনি আবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ২০২৪ সালের প্রসঙ্গ তুলে ট্রাম্প আসলে এ বারের হার স্বীকার করে নিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ঘনিষ্ঠদের সঙ্গে বড়দিনের পার্টি করেছেন ট্রাম্প। সেখানেই তিনি ২০২৪ সালের প্রসঙ্গ তোলেন তিনি। এ বারের নির্বাচনে কারচুপি হয়েছে বলে ফের এ দিন মন্তব্য করেন ট্রাম্প। যদিও এখনো পর্যন্ত তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে পারেননি তিনি। ট্রাম্প বলেছেন, শেষ দিন পর্যন্ত আইনি লড়াই তিনি চালাবেন। শেষ দেখে ছাড়বেন। তবে একই সঙ্গে ২০২৪ সালের নির্বাচনী প্রস্তুতিও শুরু করে দেয়ার কথা বলেছেন তিনি।   ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ধারণা, ২...

পর্যটকদের আকর্ষণে ইসরায়েল-বাহরাইনের সমঝোতা চুক্তি

Image
  মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক ও সহযোগিতায় উন্নয়ন ও পর্যটকদের আকর্ষণ তৈরি করতে পর্যটন খাতে সমঝোতা চুক্তি করেছে বাহরাইন। বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানি এবং ইসরায়েলের পর্যটন বিষয়ক মন্ত্রী ওরিত ফারকাশ হ্যাকোহেনের উপস্থিতিতে বুধবার তেলআবিবে পর্যটন বিষয়ক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বাহরাইনের রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা বিএনএ এ খবর নিশ্চিত করে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইসরায়েলেরর সঙ্গে পর্যটন খাতে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে জানিয়ে বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানি বলেন, পর্যটন খাত বাহরাইনের অন্যতম সক্রিয় খাত। সরকার এখাতের উন্নয়নের সর্বাধিক গুরুত্বারোপ করছে। বাহরাইন ও ইসরায়েল দুই দেশের উন্নয়নে পর্যটন খাত বিশেষ ভূমিকা পালন করবে। ইসরায়েলের পর্যটন বিষয়ক মন্ত্রী বাহরাইনের প্রশংসা করে বলেন, পর্যটন খাতে দুই দেশের সহযোগিতা এক সঙ্গে কাজের নতুন দিগন্ত উম্মোচন করবে। আগামীতে উভয় অন্যান্য খাতেও এক সঙ্গে কাজ করতে থাকবে। বাহরাইনের ব্যবসা ও বাণিজ্য প্রতিষ্ঠানের ৪০ সদস্যের একটি প্রতিনিধি ...

বিরোধ নিষ্পত্তিতে চুক্তি করতে যাচ্ছে সৌদি-কাতার

Image
  জারেড কুশনার ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দীর্ঘ তিন ছরের বেশি সময়ের পর আবারও নিজেদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব ও কাতার। বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিরোধ নিষ্পত্তি করতে প্রাথমিক চুক্তিতে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশ দুটি। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা ছাড়ার আগেই উপসাগরীয় অঞ্চলের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার শেষ চেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।    চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছিলেন কুশনার। বুধবার মধ্যপ্রাচ্য মিশন শেষে তিনি যুক্তরাষ্ট্র ফিরে গেছেন। ওই আলোচনায় গুরুত্ব পেয়েছিল কাতারি বিমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ব্যবহারের বিষয়টি। প্রাথমমিকভাবে এ চুক্তির বিষয়টিও এগিয়েছে।   ২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর ...

মহাকাশে মুলা চাষ! নভোচারীদের পুষ্টির জন্য চাষে মনোযোগ নাসার

Image
  পৃথিবীর কক্ষে বসে নজরদারি অনেক হল। এবার যখন খুশি চাঁদে নেমে নুড়ি-পাথর কুড়িয়ে আনতে হতে পারে। সেখানে বিশ্রামের জন্য পাকা ঘরও তোলা হবে। দরকার পড়লে মঙ্গলে ঢুঁ মেরে আসতে হতেও পারে। মোদ্দা কথা, আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসে থাকার দিন শেষ। মহাকাশ চষে গ্রহ-তারাদের নিত্য নতুন খবর দিতে হবে নভোচারীদের। তাদের সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবারও খেতে হবে। সেই পৃথিবী থেকে বয়ে নিয়ে যাওয়া বাসি খাবার চলবে না। একেবারে টাটকা ফল, আনাজ দিয়ে রান্নাবান্না হবে মহাকাশে। সে জন্য এখন চাষের কাজে মন দিয়েছে নাসা। চাষ বললেই তো হল না, এ তো আর পৃথিবীর মাটি নয়। মহাকাশে যেখানে হাওয়া বাতাস নেই, মাধ্যাকর্ষণ শক্তিও নেই, সেখানে চাষ করা চাট্টিখানি কথা নয়। মাটি লাগবে, পানি, সার, আলো সবই লাগবে। আর মাইক্রোগ্র্যাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণে এমনিতেই ভেসে ভেসে থাকতে হয় মহাকাশচারীদের, সেখানে ফসল ফলানোর ঝামেলাও কম নয়। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা তথা নাসা এসব সমস্যাকে হেলায় উড়িয়ে দিয়েছে। সেই কবে থেকেই চাষবাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। এতদিনে তার ফল মিলেছে। টাটকা ফসল ...