Posts

পাকিস্তান সেনাবাহিনীর একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করে দিল ভারতীয় বাহিনী

Image
  একেবারে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে গত শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের জন্য তৈরি দেশটির সেনাবাহিনীর একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে, পাকিস্তানের প্ররোচণামূলক হামলার জবাব দিতে উরি, কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি লঞ্চপ্যাডগুলো ছিল, তাদের বেশ কয়েকটি নষ্ট করে দিতে সক্ষম হয়েছে ভারত।  ভারতীয় সেনা সূত্রের মতে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেবল ওই লঞ্চপ্যাডগুলোতেই হামলা চালানো হয়। সে দিনের হানায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক বাঙ্কার, তেলের ডিপো, গোলা-বারুদের ঘাঁটিও ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার বিকালের দিকে বিভিন্ন সংবাদমাধ্যমে সেনার এই অভিযানের কথা প্রচার করা হয়। সংবাদসংস্থা পিটিআই-ও এই খবর প্রকাশ করার পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। তার পরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে এই অভিযানের ঘটনা গত ১৩ নভেম্বর শুক্রবারের। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সেনা এ ধরনের কোনও ...

এবার ডোকলামের কাছেই চীনের গ্রাম, চিন্তা বাড়ছে ভারতের

Image
  ভুটানের সীমান্ত এলাকার ৯ কিলোমিটার দূরেই গ্রাম তৈরি করছে চীন। তাও আবার বিতর্কিত অঞ্চল ডোকলামের একেবারে কাছেই। ২০১৭-তে এই ডোকলামেই সংঘাতে মুখোমুখি হয়েছিল ভারত-চীন। বৃহস্পতিবার এমনই এক ছবি পোস্ট করেছেন এক চীনা সাংবাদিক। এই বিষয়ে নিয়ে ভারতেরও চিন্তা বাড়ছে, কারণ ভারতের হাতে এই অঞ্চলের দায়িত্ব রয়েছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের। চীনের সাংবাদিক শেন শিউই-এর একটি টুইট থেকেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও পরে ওই টুইট ডিলিট করে দেন ওই সাংবাদিক। একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর সেই এলাকা ডোকলাম বলে উল্লেখ করেছিলেন। ভুটানের ২ কিলোমিটারের মধ্যেই অবস্থিত চীনের গ্রাম পাংড়া। আর এই জায়গা নিয়ে বরাবরই ভয় ভারতের। বেইজিং এই এলাকা দিয়ে ভুটান ও ভারতের মধ্যে ভাগ করতে চায়। ২০১৭ তে সংঘাতে মুখোমুখি হয় ভারত ও চীন। এছাড়া সম্প্রতি লাদাখে ভারত-চীন সংঘর্ষে ২০ সেনা নিহত হন। সেই ডোকলাম যেখানে ২০১৭ সালে জুন মাসে চীনা সেনাকে ভারত ভুটান ও চীন সংলগ্ন বিতর্কিত ভূখণ্ড ডোকলামে রাস্তা তৈরিতে বাধা দেয় ভারতীয় সেনা। সেখান থেকেই শুরু ডোকলাম সমস্যার। দুই দেশই সীমান্তে মোতায়েন করে তাদের সেনা। আড়াই মাস...

সবচেয়ে বড় খেদমত বায়তুল মোকাদ্দাসকে স্বীকৃতি, এখনো ইসরায়েলের স্বার্থে ব্যস্ত ট্রাম্প

Image
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ মুহূর্তে নজিরবিহীনভাবে দখলদার ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ইহুদিবাদী লবিং গ্রুপকে খুশী করার জন্য ইসরায়েলের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল জর্দান নদীর পশ্চিম তীর ও অধিকৃত গোলান মালভূমিতে সফর করেন যা ছিল নজিরবিহীন। কেননা ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গত সাত দশক ধরে সব মার্কিন সরকার তেল আবিবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিলেও এখন পর্যন্ত কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোলান মালভূমি সফর করেননি।  মাইক পম্পেও শুধু ইসরায়েলকে খুশী করার জন্য সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রাবিরতি করেন। গোলান সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, 'গোলান মালভূমির ওপর ইসরায়েলের মালিকানার প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি।' তিনি আরো বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ওই অঞ্চলের ওপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছে।' এছাড়া,...

২১ বছরেই তিন বিয়ে, এবার চতুর্থ বিয়ে করাচ্ছেন তিন বৌ

Image
  তিন স্ত্রী ও সন্তানদের সঙ্গে আদনান পাকিস্তানের ২২ বছর বয়সী আদনান। এই নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাতে অবশ্য সম্মতি আছে তার আগের তিন বৌয়ের। এই তিন বৌ মিলে এখন স্বামীর চতুর্থ বিয়ের জন্য মেয়ে খুঁজছেন।  আদনান থাকেন শিয়ালকোট অঞ্চলে। আদনানের যখন মাত্র ১৬ বছর বয়স, তখন তার প্রথম বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিয়ের সময় আদনান একজন ছাত্র ছিলেন, পড়াশোনা চালাচ্ছিলেন। বছর চারেকের মাথায় অর্থাৎ যখন তার ২০ বছর বয়স, তখন দ্বিতীয় আর গত বছর তৃতীয়বার বিয়ে (২১ বছরে) করেন তিনি। এবার আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিয়ালকোটের আদনান। মজার বিষয় হলো, এ ক্ষেত্রে পাত্রীর নাম হতে হবে এস বা শ দিয়ে। তার অন্যতম কারণ, আদনানের বাকি তিন স্ত্রীয়ের নামও এই অক্ষর দিয়েই শুরু। তাদের নাম যথাক্রমে শুম্বল, শুবানা, শাহিদা। প্রথম স্ত্রী শুম্বল ও আদনানের তিন সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী শুবানার সঙ্গে রয়েছে আরও দুই সন্তান। যাদের মধ্যে একটিকে দত্তক নিয়েছেন তৃতীয় স্ত্রী শাহিদা। আরও একটি তথ্য জেনে অবাক হতে হয়। একই ছাদের নিচে তিনজন নারী বাস করেন, যারা পরস্পরের সতীন। কিন্তু তাদের মধ্যে ...

পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেনকে শর্ত দিলো ইরান

Image
  যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে আবারো পরমাণু চুক্তিতে ফিরবে ইরান। এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এর আগে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে। তিনি যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে সেই কাজটা তিনি খুব দ্রুতই করবেন। এধরনের বিষয়ে কাজের যে লম্বা তালিকা জো বাইডেনের হাতে রয়েছে তার একটি হচ্ছে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেওয়া। চুক্তিতে ফেরার বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, বাইডেন পররাষ্ট্র ইস্যুতে অভিজ্ঞ । সে ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তুলে দিতে পারেন। যদি বাইডেন প্রশাসন এমনটি করে তাহলে ইরান দ্রুত পরমাণু চুক্তিতে ফিরে যাবে। ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তিটি সই হয়েছিল ২০১৫ সালে। এই চুক্তির লক্ষ্য ছিল ইরা...

গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করল চীন ও রাশিয়া

Image
  রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পরররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া, চীনের উদ্যোগে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প এবং দু দেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এ ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফি

আরও শক্তিশালী ভারত, ফের যুক্তরাষ্ট্র থেকে এল ক্ষেপণাস্ত্রবাহী বিমান

Image
  ফাইল ছবি সীমান্তে সংঘাতের মধ্যেই ভারতের নৌবাহিনীর অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী হল। যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্রবাহী পি-৮আই বিমান এল ভারতে। ২০০৯ সালেই সাবমেরিন বিধ্বংসী এই এয়ারক্রাফ্টের জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছিল ভারত। আটটি বিমান ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। ন’নম্বরটি এসেছে বুধবার সকালে। লাদাখ সীমান্ত থেকে পিছু হটতে রাজি নয় চীন। চুসুল সেক্টরে শেষ বৈঠকে দুই দেশই সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও, চীনের বাহিনীর হাবভাবে পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। অন্যদিকে ভারত মহাসাগরেও অধিকার ফলাবার চেষ্টা করছে চীন। এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরে নজরদারি চালানোর জন্য এমন অস্ত্রবাহী বিমানের প্রয়োজন ছিল তাদের। ডুবোজাহাজ গোপনে হানা দিলে তা রুখে দিতে পারবে পি-৮আই বিমান। ২০০৯ সালে আটটি পি-৮আই বিমানের জন্য চুক্তি হয়েছিল। পরে আরও চারটি বিমানের জন্য ২০১৬ সালে চুক্তি করে ভারত। ২০১৭ সালে ডোকলামে যখন চীন ও ভারতের বাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ছিল, সে সময়েও সমুদ্র সুরক্ষার জন্য পি-৮আই বিমান ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছিল। উল্লেখ্য, পুর...