Posts

ইউরোপীয় ইউনিয়নের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না তুরস্ক

Image
  ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না তুরস্ক। অব্যাহতভাবে নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা অগঠনমূলক। ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই বুঝতে হবে যে, তাদের এই নিষেধাজ্ঞা পরিকল্পনা বেশি দূর এগোতে পারবে না। বৃহস্পতিবার ইইউ’র বৈঠক শেষে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট তুরস্ককে পূর্ব ভূমধ্যসাগরে এক তরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বৈঠকে ইইউ সদস্যরা ডিসেম্বরে তুরস্কের আচরণ পর্যালোচনায় একমত হয়ে বলেছেন, যদি উসকানি বন্ধ না হয় তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর পরিপ্রেক্ষিতে ব্রাসেলসে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইইউ নেতারা গতকাল যে বক্তব্য দিয়েছেন তার একটি অংশ ইতিবাচক কিন্তু পুরো বক্তব্য তা নয়। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসসমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সাংবাদিকদের বলেন, ইইউ তুরস্কের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এটি আঙ্কারার স্বার্থের জন্যও অনুকূল। বিডি প্র...

ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনায় কিম

Image
  উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ফাইল ছবি) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এমনটি জানানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, সুস্থতা কামনা করে ট্রাম্পকে একটি বার্তা দিয়েছেন কিম। সেখানে কিম ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি খুব দ্রুত ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন কিম জং উন। এদিকে দক্ষিণ কোরিয়া বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে যে এই প্রথম কোনো বিশ্ব নেতা করোনা আক্রান্ত হওয়ার পর বার্তা পাঠালেন কিম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট বার্তায় জানান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উত্ত...

যুদ্ধবিরতির জন্য আলোচনার আগ্রহ দেখালো আর্মেনিয়া

Image
  বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে  আজারবাইজান ও আর্মেনিয়ার শুক্রবারও সংঘর্ষ হয়েছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আর্মেনিয়া । আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ শুক্রবার থেকে এমনটি বলা হয়েছে। বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শুক্রবারও টানা ষষ্ঠ দিনের মতো সংঘাত চলেছে। আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। এই পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এই সংঘাতে উভয় পক্ষেরই শতাধিক সেনার মৃত্যু হয়েছে। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন। ইত্তেফাক/  আজারবাইজান  আর্মেনিয়া  সংঘর্ষ

যুদ্ধাবস্থায় পাকিস্তান কি আজারবাইজানে সেনা পাঠিয়েছে?

Image
  ফাইল ছবি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর আজারবাইজানের পক্ষে সেনা পাঠানোর খবর প্রত্যখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আজারবাইজানে কোনো সেনা পাঠানো হয়নি এবং সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও ইসলামাবাদের নেই। খবর পার্সটুডের। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এ ধরণের ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। সম্প্রতি তিনি আজারবাইজানের পক্ষে বক্তব্য দিলেও সেখানে পাকিস্তানি সেনা পাঠানোর গুজবে বিস্ময় প্রকাশ করেন। কয়েক দিন আগে পাকিস্তানের এই মুখপাত্র বলেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান উত্তেজনায় তার দেশ আজারি মুসলমানদের পক্ষে রয়েছে। জাহিদ হাফিজ চৌধুরী আরও বলেছেন, আজারবাইজান-আর্মেনিয়া পরিস্থিতির বিষয়ে তারা এখনও উদ্বিগ্ন। তিনি হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ককেশাস অঞ্চলের বিরোধপূর্ণ নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত হলেও আর্মেনিয়া সেখা...

যুদ্ধের মধ্যে সেনাবাহিনীতে যোগ দিতে আর্মেনিয় নারীদের ভিড়

Image
  ফাইল ছবি আজারবাইজান বিরুদ্ধে নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আর্মেনিয়ার। হার মানতে রাজি নয় কোনও পক্ষই। এমন পরিস্থিতিতে যুদ্ধ ভয়াবহতার তিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন দুর্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও, দেশের হয়ে যুদ্ধের জন্য সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে আর্মেনিয় নারীরা। জানা গেছে, সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে ওই রিক্রুট সেন্টারে কয়েকজন নারীর সাক্ষাৎকার নেয় স্থানীয় গণমাধ্যম। ওই নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে সেন্টারটিতে হাজির হয়েছিলেন। পুলিশের একজন লে. কর্নেল হারুতউন হাকোবইয়ান বলেছেন, ইতোমধ্যেই ৯৮ জন নারীকে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে। ফ্রন্টলাইনে যেতে আরও অনেক নারী আবেদন করছে। আরও প্রায় ৪০০ নারীকে মোতায়েন করা হবে। সূত্র : কাজেট। বিডি-প্রতিদিন/শফিক

বেনাপোল দিয়ে এখন পর্যন্ত ভারতে গেল ১ হাজার টন ইলিশ

Image
  ফাইল ছবি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রফতানি হয়েছে ১০ লাখ কেজি (১ হাজার টন) ইলিশ, যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার। গত ১৯ দিনে (৩ অক্টোবর পর্যন্ত) এই মাছ ভারতে রফতানি হয় বলে বেনাপোল কাস্টমসের একটি সূত্র জানিয়েছে।  দুর্গাপূজাসহ বাণিজ্যকে আরও গতিশীল করতে বন্ধুপ্রতিম দেশ ভারতে ১৪৪৫ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৪ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। প্রতি কেজি ইলিশ রফতানি করা হচ্ছে ১০ ডলারে।   বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ভারতে ইলিশ রফতানি হওয়ায় অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।   বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

জম্মুতে পরিচ্ছন্ন অভিযান: প্রতিদিন বাড়িতে গিয়ে ময়লা আনবে দেড়শত গাড়ি

Image
  ছবি: সংগৃহীত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জম্মু সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ১৫০টি গাড়ি মোতায়েন করেছে জম্মু মিউনিসিপাল কর্পোরেশন (জেএমসি)। কর্তৃপক্ষ বলছে, একটি বিশেষ কর্মসূচীর আওতায় এই গাড়িগুলো প্রতিদিন শহরের বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করবে। এএনআই এর খবরে বলা হয়, গাড়িগুলোতে জিপিএস ডিভাইস লাগানো থাকবে। যার ফলে গাড়িগুলো ঠিকমতো ময়লা আবর্জনা সংগ্রহ করছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। জেএমসির স্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন, এর আগে এমন ব্যবস্থাপনা না থাকায় শহরটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আরও পড়ুন:  মমতাকে জড়িয়ে ধরতে চাওয়া সেই বিজেপি নেতা করোনায় আক্রান্ত! তিনি বলেন, আমার কাছে মানুষের চাওয়া ছিল পরিচ্ছন্ন শহর। আমি আমার অঙ্গিকার পালন করবো। এছাড়া করোনা তেকে বাঁচতে পরিষ্কার তাকার বিকল্প নেই। ইন্ডিয়া ব্লুম। ইত্তেফাক/আরআই