সম্পন্ন হয়েছে পাবনা-৪ আসনের উপনির্বাচনের প্রস্তুতি। ছবি: ইত্তেফাক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন। শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। দুপুর ২টার পর থেকে নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে উপকরণগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় উপকরণগুলো পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। উপকরণগুলোর মধ্যে রয়েছে, ব্যালক বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ ইত্যাদি। তবে ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পৌঁছবে শনিবার সকালে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এক হাজার একশ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম। ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্...