Posts

উপনির্বাচন পাবনা-৪: ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরণ, ৪ স্তরের নিরাপত্তা

Image
  সম্পন্ন হয়েছে পাবনা-৪ আসনের উপনির্বাচনের প্রস্তুতি। ছবি: ইত্তেফাক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন। শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। দুপুর ২টার পর থেকে নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে উপকরণগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় উপকরণগুলো পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। উপকরণগুলোর মধ্যে রয়েছে, ব্যালক বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ ইত্যাদি। তবে ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পৌঁছবে শনিবার সকালে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এক হাজার একশ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম। ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্...

ক্ষুদ্র রাজতন্ত্রের আরব আমিরাত যেভাবে পরাশক্তি হয়ে উঠছে

Image
  [ছবি: সংগৃহীত] ১৯৭০-এর দশকের শুরুতে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ব্রিটিশদের নিয়ন্ত্রণমুক্ত হয়। তেলশিল্পের হাত ধরে অল্প দিনের মধ্যেই সেখানকার অর্থনীতি স্থিতিশীল হয়ে ওঠে। বাড়তে থাকে সেখানকার মানুষের জীবনযাত্রার মানও। স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু গত দুই দশকে রাজনৈতিক ও সামরিক উচ্চাভিলাষ পূরণের মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছে ক্ষুদ্র রাজতন্ত্রের দেশটি। এ বছর মঙ্গল গ্রহে রকেট পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিতর্কের তোয়াক্কা না করে আরবদের চিরশত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বকে ওলটপালট করে দেওয়া করোনা ভাইরাসকেও সামলেছে বেশ শক্ত হাতে। বহির্বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে ইয়েমেনে ইরানের প্রভাব এবং সোমালিয়া ও লিবিয়ায় তুরস্কের প্রভাব খর্ব করতে দেশগুলোর গৃহযুদ্ধে সম্পৃক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক নীতি আন্তর্জাতিক সম্পর্ক গবেষক ও বিশ্লেষকদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. নায়েল শামা সম্প্রতি একটি বার্তা সংস্থায় এক বিশ্লেষণে লিখেছেন, কয়েক বছর আগে পর্যন্ত ক্ষুদ্র জনগোষ্ঠীর দেশটির ...

সীমান্তে চীনের নতুন কৌশল, আগে সেনা সরাতে বলছে ভারতকে!

Image
  গত বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে চলছে উত্তেজনা। তবে বর্তমানে উভয়পক্ষই উত্তেজনাপূর্ণ পরিবেশের অবসানের চেষ্টা করছে। কিন্তু তাতেও চলছে দড়ি টানাটানি। এক্ষেত্রেও শর্ত রাখছে চীন। চীনের দাবি, পূর্ব লাদাখের কোথাও থেকে চীনা সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার আগে ভারতকে প্যাংগং লেকের দক্ষিণের পাহাড়ের চুড়া থেকে সেনা সরাতে হবে। উল্লেখ্য, এটিই সেই বিতর্কিত জায়গা, যা নিয়ে গত চার মাসে দুইপক্ষের মধ্যে একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে ভারত চাইছে চীন তাদের সমস্ত সেনা সরিয়ে নিক। কিন্তু উল্টো চীনের দাবি, ভারতকেই আগে সরাতে হবে সেনা। সম্প্রতি ভারত ও চীনের কমান্ডারদের মধ্যে ষষ্ঠ রাউন্ড বৈঠক হয়ে গিয়েছে। দুই দেশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উভয় দেশই লাদাখের ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা পাঠানো থেকে বিরত থাকবে। পাশপাশি উত্তেজনা আরও কমাতে শিগগিরই সপ্তম রাউন্ডের বৈঠক হবে বলে জানানো হয়েছে। গ্যালভান উপত্যকায় সংঘর্ষের পর ভারত সীমান্তে একাধিক ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ওই সংঘর্ষের সময় চীনা সেনা মধ্যযুগীয় কায়দায় লোহার তৈরি অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের ...

ভারী বর্ষণ হতে পারে, সাগরে ৩ নম্বর সংকেত

Image
  ফাইল ছবি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথ...

দখল করা গিলগিটে ভোট করাচ্ছে পাকিস্তান, আপত্তি ভারতের

Image
  পাকিস্তানের সঙ্গে নতুন বিতর্কে জড়ালো ভারত। গিলগিট বালতিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত বাকযুদ্ধ শুরু হয়েছে দুই দেশের মধ্যে। আগামী ১৫ নভেম্বর পাকিস্তান গিলগিটে নির্বাচনের দিন ঘোষণা করেছে। ভারতের বক্তব্য, সেনা দিয়ে ওই অঞ্চল পাকিস্তান দখল করে রেখেছে। ফলে সেখানে নির্বাচন বেআইনি। অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করার চেষ্টা করেছে পাকিস্তান। তা নিয়েও পাল্টা জবাব দিয়েছে ভারত। কাশ্মীর এবং লাদাখ সীমান্তে অবস্থিত গিলগিট বালতিস্তান নিয়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিতর্ক বহুদিনের। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় থেকেই এই অঞ্চল নিয়ে বিতর্ক চলছে। ভারতের দাবি, পাকিস্তান সৈন্য ব্যবহার করে এই্ অঞ্চল দখল করে বসে আছে। পাকিস্তানের দাবি, গিলগিট বালতিস্তান পাকিস্তানেরই অংশ। আবার চীনও এই অঞ্চলের কিছুটা অংশ দাবি করে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল। পাকিস্তান এই অঞ্চলে নির্বাচন ঘোষণা করার পরে ভারত অত্যন...

ট্রাম্প-নেতানিয়াহুর পর পুতিনও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

Image
  ফাইল ছবি এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। খবর সিবিএস নিউজের। বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। সের্গেই কোমকভ মনে করেন, আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী। তবে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস খবরটি অস্বীকার করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। অবশ্য ট্রাম্প দুটি মনোনয়ন পেয়েছেন। বিডি-প্রতিদিন/শফিক

কাশ্মীরের কাঠুয়ায় চাষিরা কৃষি সংস্কার বিলের ওপর সন্তুষ্ট

Image
  প্রতীকী ছবি রাজ্যসভায় (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) কৃষি খাত সংস্কারবিষয়ক বিল পাস হওয়াকে স্বাগত জানিয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এলাকার চাষিরা। তারা জানায়, তারা বিলটির ওপর সন্তুষ্ট। কারণ নতুন আইনের বিধান বলবৎ হলে মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া কারবারের অবসান ঘটবে। এর ফলে কৃষিপণ্য বিক্রি বাবদ চাষিদের আয় দ্বিগুণ হওয়ার সুযোগ তৈরি হবে। বার্তা সংস্থা এএনআই জানায়, সদ্য পাস হওয়া বিলটি প্রসঙ্গে কাঠুয়ার কৃষক বিদ্যাসাগর শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াদা করেছিলেন তার সরকার ২০২১ সালের মধ্যেই চাষিদের আয়-উপার্জন দ্বিগুণ করার ব্যবস্থা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ওই সময়ের আগেই কৃষক তাদের আয় দ্বিগুণ করতে সক্ষম হবে। কারণ তারা এখন তাদের ফসল সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করতে পারবে। এদিকে বিলটির পক্ষে কয়েকজন কৃষক এক সমাবেশে মিলিত হন। সেখানে বক্তৃতাকালে কাঠুয়ার কৃষক ছাতের সিং বলেন, যারা বিলটি মনোযোগ দিয়ে পড়েনি তারাই এর বিরোধিতা করছে। বিলে পরিষ্কার বলা আছে, ‘কৃষক তার ফসল তার পছন্দসই যে কোনো ক্রেতার কাছে বিক্রি করবে। কোনো মধ্যস্বত্ব থাকবে না। ফসলের ন্যূনতম দর যেন কৃষকের উপকারার্থে নির্দিষ্ট হয় সর...