Posts

প্রাণের অস্তিত্ব মিলতেই শুক্রগ্রহকে নিজেদের দাবি রাশিয়ার

Image
  প্রতীকী ছবি সম্প্রতি শুক্রগ্রহে প্রাণের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এবার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে। এমন সময়ে রাশিয়া হঠাৎ দাবি করল, শুক্র গ্রহটি তাদের সম্পত্তি। রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন মস্কোয় একটি অনুষ্ঠানে দাবি করলেন, শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ। রাশিয়ারই সম্পত্তি। মস্কো টাইমস-কে দিমিত্রি বলেন, 'আমাদের দেশ প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে।'  তার বক্তব্য, ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়া একাধিকবার শুক্র গ্রহের মাটিতে নেমেছে। এবং রাশিয়ার মহাকাশযানই প্রথম ওই গ্রহ সম্পর্কে তথ্য পাঠিয়েছে পৃথিবীকে। গ্রহটি নরকের মতো। রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ঘোষণা করলেন, রাশিয়া স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাবে। আর কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে নয়।  সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, তারা শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামে একটি গ্যাস শনাক্ত করা গিয়েছে। যা গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে জীবনের উপস্থিতির নির্দেশ করতে পার...

ভ্যাকসিন বানাতে গিয়ে চিনে নতুন ব্যাকটেরিয়ার সংক্রমণ, আক্রান্ত ৩ হাজার

Image
  প্রতীকী ছবি। করোনাভাইরাসের  পর এ বার ব্রুসেলোসিস নামে এক ব্যাকটেরিয়াবাহিত রোগে আক্রান্ত হলেন উত্তর-পশ্চিম চিনের কয়েক হাজার পুরুষ। লানঝৌ-এর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত বছরে সরকারি একটি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা প্রাণীর প্রতিষেধক তৈরি করছিল। সে সময় ব্রুসেলা নামে ব্যাকটেরিয়াটি ওই  প্ল্যান্ট থেকে কোনও ভাবে বাইরে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই সংক্রমিত হন অনেকেই।  ৩ হাজার ২৪৫ জনের দেহে ইতিমধ্যেই ওই ব্যকটেরিয়ার সংক্রমণ ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। চিনের বেশ কয়েকটি সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে, ভেড়া, শুয়োর প্রভৃতি প্রাণির দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। যাঁদের দেহে এই সংক্রমণ ঘটেছে, তাঁরা কোনও ভাবে ওই প্রাণীর সংস্পর্শে এসেছিলেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এই সংক্রমণের ফলে পুরুষদের শুক্রাণুর কর্মক্ষমতা কমে যেতে পারে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এই রোগটি মাল্টা ফিভার বা মেডিটেরানিয়ান ফিভার নামেও পরিচিত। এই রোগের উপসর্গ হল, জ্বর, মাথা ও পেশী যন্ত্রণা এবং ক্লান্তি ভাব।   সিডিসি আরও জানিয়েছে, মানুষের থ...

পৃথিবীর জলস্তর নিয়ে আরও বেশি বিপদের ছবি প্রকাশ করলো নাসা!

Image
  গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে উষ্ণায়নের জন্য খুব দ্রুত হারে বরফ গলে যাচ্ছে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার। এই হার বজায় থাকলে আগামী ৮০ বছর পর ভয়ঙ্কর অবস্থা হবে সমুদ্রগুলোর। শুধু গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার জন্যই আমাদের সমুদ্রগুলোর জলস্তর প্রায় দেড় ফুট উঠে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণা এই হুঁশিয়ারি দিয়েছে।  গবেষকদল জানিয়েছে, এই হারে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গললে ২১০০ সালে পৃথিবীর সবক’টি সমুদ্রের জলস্তর ১৫ ইঞ্চিরও (৩৮ সেন্টিমিটার) বেশি উঠে আসবে। যা এ পর্যন্ত সব পূর্বাভাসের চেয়েই অনেক বেশি। অনেক বেশি ভয়ঙ্কর। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ক্রায়োস্ফিয়ার’-এর বিশেষ ইস্যুতে এই পূর্বাভাস প্রকাশিত হয়েছে। যা করা হয়েছে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের নেতৃত্বে ‘আইস শিট মডেল ইন্টার-কমপ্যারিজন প্রজেক্ট (আইএসএমআইপি৬)’-এর তথ্যের ভিত্তিতে। গত বছর ‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)’-এর একটি বিশেষ রিপোর্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ২১০০ সালে আমাদের সমুদ্রগুলোর জলস্তরের উচ্চতা-বৃদ্ধ...

চিরনিদ্রায় শায়িত আল্লামা শফী

Image
  আল্লামা শফীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। ছবি: সংগৃহীত দেশের শীর্ষ আলেম ও  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে বায়তুল আতিক জামে মসজিদের সামনে তাকে দাফন করা হয়। এসময় পুরো হাটহাজারীতে মানুষের ঢল নামে। এর আগে দুপুর দুইটায় শাহ আহমদ শফীর নামাজে জানাজা হয়। ভিড়ের কারণে তার মরদেহ ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি। শতবর্ষী এই আলেমের জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারীসহ ধর্মপ্রাণ মানুষ। লাখো মানুষের উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসার আশপাশ লোকে লোকারণ্য হয়ে পড়ে। জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় এমপি থেকে নিয়ে র‌্যাব, পুলিশ ও প্রশাসনের লোকেরাও ছিলেন। শনিবার ভোর থেকেই চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া ও পটিয়াসহ নানা উপজেলা থেকে আসতে থাকেন তার অনুসারীরা। ঢাকা, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকেও মানুষ আসে। জানাজার নামাজে ইমামতি ক...

দুই দিনে মিয়ানমার থেকে এলো ৪৫ টন পেয়াজ

Image
  দুই দিনে (১৮ ও ১৯ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে ৪৫ টন পেয়াজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকে এই পেয়াজ আসার খবর নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন। মোহাম্মদ জসীম উদ্দীন জানান, জুনের শেষের দিকে মংডু-আকিয়াব বন্দরে করোনারোগী শনাক্ত হয়। তখন মিয়ানমার থেকে পণ্য আমদানি বন্ধ করা হয়। এ অবস্থায় প্রায় আড়াই মাস পর শুক্রবার দুটি জাহাজে করে প্রায় ৩০ টন পেয়াজ আসে। শনিবার আরেকটি জাহাজ বন্দরে ভিড়েছে। এ জাহাজেও আনুমানিক ১৫ টন পেয়াজ আছে।  ওই দুদিন সরকারি ছুটি থাকায় আমদানি করা পেয়াজের কাগজপত্র এখনও জমা হয়নি বলে তিনি জানিয়েছেন।          বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে আটকে পড়া ভারতীয় পিঁয়াজ

Image
  ভারতে আটকে পড়া পিঁয়াজ আজ শনিবার দুপুর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একে একে পিঁয়াজবাহী ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর একটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত সোমবার থেকে ট্রাকগুলো ভারতে আটকে থাকায় ইতিমধ্যে পিঁয়াজে পঁচন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ  শনিবার বন্দরে ৮ ট্রাক পিঁয়াজ ঢুকার কথা রয়েছে। এর মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং বাকি একটি ট্রাক পবেশের অপেক্ষায় রয়েছে।  আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, পূর্বের এলসিকৃত পিঁয়াজ দেওয়ার ব্যাপারে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে বৈঠকের পর আটকে পড়া পিঁয়াজ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলশ্রুতিতে আজ থেকে ভারতে আটকে থাকা পূর্বের এলসি’র পিঁয়াজগুলো আজ  থেকে পর্যায়ক্রমে বন্দরে আসবে।  এদিকে পিঁয়াজগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে লোড-আনলো...

CHT Bandarban