সুযোগ না থাকলে উঠানেই শরীরচর্চা
নারী ফুটবলারদের ফিটনেসের যত্ন নিতে বললেন কোচ। ফাইল ছবি করোনাকালে খেলাধুলা বন্ধ। এই অবস্থায় ফিটনেস ধরে রাখতে নারী ফুটবলাদের কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী। গতকাল এক ভিডিও বার্তায় কোচ বলেছেন, ‘মেয়েদের যার বাড়িতে যতটুকু সুযোগ আছে শরীরচর্চার, সেটুকু কাজে লাগাতে সবাইকে নির্দেশ দিয়েছি। বাড়ির যে উঠান আছে, সেখানে ওয়ার্মআপ, রানিং এবং ব্যয়াম করতে বলেছি। তাতে ফিটনেস লেভেল একটু ভালো থাকবে। করোনা সমস্যা কেটে যাবে। সেপ্টেম্বরের পর আবার মেয়েরা খেলায় ফিরতে পারবে, আশা করছি।’ এ বছর অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপ আছে বাংলাদেশের সামনে। অবশ্য টুর্নামেন্ট দুটির ভবিষ্যত আপাতত অন্ধকারে ঢাকা। এ বছর না হওয়ার শঙ্কাই বেশি। তবে খেলা হোক না হোক, কোচ চান মেয়েরা ফিটনেস যেন ধরে রাখে। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা গত দুই থেকে তিন বছর মাঠে ভালো পারফরম্যান্স করেছে। ভালো অর্জনও আছে তাদের। ভবিষ্যতেও তারা ভালো খেলবে, আশা করছি। এ জন্য ফিটনেস ধরে রাখতে হবে।’ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় গত ৮ মার্চ। তবে ঢাকায় নারী ফুটবলারদের অনুশীলন হয়েছে ...