Posts

অবশেষে নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ আসামির মৃত্যুদণ্ড কার্যকর

Image
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান। ভারতের দিল্লির একটি চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহাড় জেলে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে বৃহস্পতিবার মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত।  প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর মারা যান ওই মেধাবী শিক্ষার্থী।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সৌদিতে এবার ৩০০ সরকারি কর্মকর্তা আটক

Image
ছবি: সংগৃহীত সৌদি আরবে প্রায় তিনশ’ সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন। রবিবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২৯৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসতে রাজনৈতিকভাবে তার বিরোধীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এজন্য ক্ষমতার ব্যবহার করে এসব ব্যক্তিদের আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে। কয়েক দিন দেশটিতে বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্সকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গ্রেফতার করা হয় বলে অভিযোগ উঠে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত প্রিন্সরা সৌদি যুবরাজকে উৎখাতের চেষ্টা করেছিল। ইত্তেফাক/এসআর

৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিলো ইরান

Image
তেহরানের একটি কারাগার। ছবি: মিরর করোনা ভাইরাস আতঙ্কে ইরানে সাময়িকভাবে মুক্তি পাওয়া কারাবন্দীদের সংখ্যা ৮৫ হাজারে পৌঁছেছে। এই মুক্তির তালিকায় রাজনৈতিক বন্দিরাও রয়েছেন। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া কারাগারগুলোতে ভাইরাসটি মোকাবেলায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ’ তবে মুক্তি পাওয়া বন্দীদের আবার কবে কারাগারে ফিরতে হবে সে বিষয়ে কিছুই জানাননি ইরানের বিচার বিভাগের মুখপাত্র। ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮শ’ ৫৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। ইত্তেফাক/জেডএইচ

চীনের করোনা জয়, নতুন আক্রান্ত একজন

Image
ছবি: সংগৃহীত প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চীন। দেশটিতে সর্বশেষ করোনায় আক্রান্তের সংখ্যা কেবল এক জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে করোনায় আজ দেশটির একজন আক্রান্ত হয়েছেন। তবে অন্য দেশ থেকে আসা ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যাও কমেছে। চীনে করোনায় সর্বশেষ মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২ শ' ২৬ জনে। করোনায় চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮ শ' ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ফিরেছেন অনেকে। বর্তমানে আক্রান্ত কেবল ৯ হাজার। তবে চীনের বাইরে বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশে বর্তমানে করোনার ভয়াবহতা প্রকট। শুধু ইতালিতেই এই ভাইরাসে দুই দিনে মৃত্যু হয়েছে ৭০০ জনের। এছাড়া ফ্রান্স, স্পেনে ক্রমাগত হারে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। ইরানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ শ'র বেশি, স্পেনে ৩৪২, ফ্রান্সে ১৪৮ জন, দক্ষিণ কোরিয়া ৭৫ জন, যুক্তরাষ্ট্রে ৫৫ জন মারা গেছে। এসব দেশে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এ...

দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর সংযোগে নতুন রুটের সন্ধান

Image
স্বপ্নের পদ্মা সেতুর কাজ চলমান থাকার পরও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের জন্য বিকল্প আরেকটি রুট নিয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত এই রুটটি ঢাকার গাবতলী থেকে দোহারের মৈনাটঘাট হয়ে চরভদ্রাসন-ফরিদপুর পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে রাজধানী ঢাকা থেকে গাবতলী হয়ে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী ট্রাক ওইপথে সহজে ও দ্রুততম সময়ে ফরিদপুর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পৌঁছাতে পারবে। দক্ষিণবঙ্গের সঙ্গে বিকল্প এই যোগাযোগ মাধ্যম কার্যকর করতে মৈনাটঘাটে পদ্মা নদীর দুই পাড়ে ফেরিঘাট চালু করবে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য চালু হবে ফেরি সার্ভিস। প্রস্তাবিত ফেরিঘাট থেকে নদীপথে পদ্মা সেতুর দূরত্ব প্রায় ২৫ কি.মি. এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দূরত্ব প্রায় ৪৫ কি.মি.। বিকল্প এই রুটটি চালু হলে ঢাকার সঙ্গে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, খুলনা, নড়াইল, মাগুরাসহ দক্ষিণের জেলাগুলোর দূরত্ব অনেকটা কমে যাবে। ওই অঞ্চলের লোকজন দ্রুত মালামাল পরিবহনসহ অল্প খরচে ঢাকায় যাতায়াত করতে পারবে। নতুন এই রুটটির সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠি...

শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি মোদির শ্রদ্ধা

Image
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি। (সংগৃহীত ছবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক টুইট বার্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ফাইল ছবি দিয়ে মোদি লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী থাকবেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক ভিডিওর মাধ্যমে আমিও যুক্ত থাকবো বলেও জানান তিনি। বিডি প্রতিদিন/আরাফাত

রাশিয়াকে দমাতে তেলের দাম প্রতি ব্যারেল ২৫ ডলারে নিল সৌদি

Image
সৌদি আরব সব সময়ই রাশিয়ার চীনা ও ভারতীয় ক্রেতাদের নিজের দিকে টানতে চেষ্টা চালিয়ে এসেছে। ছবি: রয়টার্স ইউরোপকে প্রতি ব্যারেল জ্বালানি তেল ২৫ ডলারে দিচ্ছে সৌদি আরব। রাশিয়ার তেলের ইউরোপীয় ক্রেতাদের টার্গেট করেই সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো জানিয়েছে, তারা এপ্রিল মাসে আগের যে অতিরিক্ত অনুরোধ ছিল, সেই পরিমাণ তেল সরবরাহ করবে। পাঁচটি ব্যবসায়িক সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার এই তথ্য জানায় রয়টার্স। এশিয়া ও ইউরোপের তেলের বাজারের মূল সরবরাহকারী রাশিয়া। এখন রাশিয়ার এই বাজার ধরতে উঠেপড়ে লেগেছে সৌদি আরব। রয়টার্সকে ইউরোপের বিভিন্ন তেল পরিশোধক কোম্পানি বলেছে, আরামকো জানিয়েছে, এপ্রিল মাসে তাদের চাওয়া অনুযায়ী তেল সরবরাহ করবে তারা। সৌদি আরব সব সময়ই রাশিয়ার চীনা ও ভারতীয় ক্রেতাদের নিজের দিকে টানতে চেষ্টা চালিয়ে আসছে। যদিও ক্রেতাদের যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা ছিল, তা সরবরাহ করতে পারেনি সৌদি আরব। এবার তারা সরবরাহ বাড়াবে। তেলের উৎপাদন নিয়ে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার একধরনের মতভেদ তৈরি হয়েছে। এই পরি...