Posts

মঙ্গল গ্রহে বেলচা দিয়ে খুঁড়লেই মিলবে পানি/২১:২৯, ০৩ মার্চ, ২০২০

Image
মঙ্গল গ্রহ। ছবি: সংগৃহীত মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। কিন্তু মঙ্গলপৃষ্ঠে মহাকাশচারী অবতরণের জন্য জায়গা দরকার। আর সেই জায়গা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য তথ্য সামনে এসেছে। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল ইউনিয়ন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, মঙ্গলপৃষ্ঠে বরফের সন্ধান মিলেছে। এই গ্রহের মাত্র এক ইঞ্চি নীচেই বরফ রয়েছে। গবেষণার প্রধান লেখক সিলভেইন পিকাক্স বলেন, ‘বেলচা ব্যবহার করে খুঁড়লেই এই স্থানে বরফ পাওয়া যাবে। এই জন্য বেশি খোঁড়াখুঁড়ির প্রয়োজন নেই। মঙ্গল গ্রহে মাটির নীচে কোথায় কোথায় বরফ রয়েছে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছি আমরা। ফলে মহাকাশচারীদের মঙ্গলপৃষ্ঠে অবতরণের স্থান পছন্দ করতে সুবিধা হবে।’ গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের মেরু ও মধ্য-অক্ষাংশ অঞ্চলে জলের অস্তিত্ব রয়েছে। সেখানে একাধিক স্থানে মাটির ঠিক নীচেই বরফ রয়েছে। আপাতত সেই স্থানগুলি চিহ্নিত করার কাজ চলছে। মঙ্গল গ্রহের মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় পানি উড়ে গিয়ে গ্যাসে পরিণত হয়। এ কারণেই মঙ্গল গ্রহের সব পানি মটির নীচে জমা রয়েছে। সূত্র: এনডিটিভি ইত্তেফাক/জেডএইচ

এবার তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া

Image
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে একটি তুর্কি ড্রোন ভূপাতিত করেছে সিরীয় সেনারা। মঙ্গলবার দেশটির সরকারি বাহিনীর বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তুর্কি সামরিক বাহিনী আসাদ সরকারের তিনটি সাজোঁয়া যান, ছয়টি সামরিক যান এবং গোলাবারুদ রাখার একটি ডিপো ধ্বংস করেছে। এর আগে রবিবার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তুরস্ক। গত ২৭ ফেব্রুয়ারি তুর্কি বাহিনীর ওপর হামলা ৩৪ সেনা নিহত হয়। এ ছাড়া এ হামলায় কয়েক ডজন সেনা আহত হয়। এ প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রবিবার সিরিয়ার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনার ঘোষণা দেয়। বিডি প্রতিদিন/হিমেল

বোমার শব্দে হাসা সেই সিরীয় শিশু পালিয়ে গেল তুরস্কে

Image
গতমাসে সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে বাস করা সালওয়া নামে এক শিশুর ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, বিমান হামলার মধ্যেই হাসছেন এবং গেম খেলছেন তিনি। বোমার শব্দে ভয় না পাওয়া এই বিস্ময় শিশুটি সম্প্রতি সিরিয়া ছেড়ে তুরস্কে বাবার সাথে পালিয়ে গেছেন। তুরস্কের গণমাধ্যম জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সালওয়া তার বাবা আব্দুল্লাহ মোহাম্মদের সঙ্গে তুরস্কে সঙ্গে পৌঁছান। তারা দক্ষিণ তুরস্কে রেইহানলি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। সালওয়ার বাবা আবদুল্লাহ মোহাম্মাদ তখন জানান, তিনি তার সন্তানকে বোমার শব্দে না ভয় পেয়ে হাসার জন্য শিখিয়েছেন। তিনি তার মেয়েকে ছোটবেলা থেকে বিভিন্ন হামলার শব্দ শুনিয়ে বুঝিয়েছিলেন যে এগুলো আনন্দের বিষয়। সিরিয়া সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ সিরিয়ান শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সিরিয়া উপকূলবর্তী ভূমধ্যসাগরে ৪র্থ রুশ যুদ্ধজাহাজ

Image
সিরিয়া উপকূলবর্তী ভূমধ্যসাগরে ৪র্থ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়ান নৌবাহিনী। তুরস্কের বসফরাস প্রণালী অতিক্রম করার সময় বড় আকারের সেই যুদ্ধজাহাজের ছবিও প্রকাশ করা হয়েছে। মস্কো টাইমস মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। সিরিয়ার উত্তর-পঞ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবকে ঘিরে সিরিয়া ও তুরস্কের উত্তেজনা চরমে। ইদলিবে রাশিয়া সমর্থিত সিরীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে তুর্কি সেনারা। সিরিয়ার হামলায় ৫৪ তুর্কি সেনা মারা গেছে বলে দাবি তুরস্কের। এদিকে সিরিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করার পর তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া। তুরস্কের হামলায় বহু সিরীয় সেনা হতাহত হয়েছে খবর পাওয়া গেছে। এরমধ্যেই সিরিয়া উপকূলবর্তী ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। গত বছরের ডিসেম্বর থেকেই ভূমধ্যসাগরে একটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করছিল। এরপর আরও দুটি পাঠানো হয়। এবার পাঠানো হয়েছে চতুর্থ যুদ্ধজাহাজ। বিডি প্রতিদিন/ফারজানা

ব্রাজিলে প্রবল বৃষ্টি, ২১ জনের মৃত্যু

Image
সংগৃহীত ছবি প্রবল বৃষ্টিতে ব্রাজিলের সাও পাউলো এবং রিও ডে জেনিরো রাজ্যে কমপক্ষে ২১ জন মারা গেছেন। বৃষ্টির কারণে রাজ্য দুটিতে আকস্মিন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  কর্তৃপক্ষের বরাত দিয়ে এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, সাও পাউলোতে এখনো ৩২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা এবং ভূমিধ্বসে ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যটিতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো'র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি,। এদিকে রিওডি জেনিরোতেও আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, এই রাজ্যেও বৃষ্টিপাতের কারণে ঘর-বাড়ি এবং রাস্তাঘাটের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

তালেবান নেতা আব্দুল গনির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

Image
আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর জানান।  মঙ্গলবার আফগানিস্তানে কীভাবে সহিংসতা কমানো যায় সে বিষয়ে কথা বলেন তারা। কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র জানান, ট্রাম্প আধাঘণ্টারও বেশি সময় ধরে মোল্লা বারাদারের সঙ্গে কথা বলেন। বুধবার তালেবান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটি প্রতিবেদন প্রকাশ করে।  মুখপাত্র সোহেল শাহিন বলেন, টেলিফোনালাপে মোল্লা বারাদার ট্রাম্পকে বলেন, আমেরিকা যদি সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তি মেনে চলে তাহলে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সবার স্বার্থ রক্ষা করবে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট টেলিফোনালাপ শেষে তালেবানের উপ-প্রধান মোল্লা বারাদারের সঙ্গে নিজের কথোপকথনকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এই টেলিফোনাল...

অহংকারে পতন হচ্ছে রাণুর, ফিরছেন পুরনো চেহারায়

Image
ফাইল ছবি গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল। রাতারাতি পৌঁছে যান লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে স্টার হয়ে যান। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন… তার প্রতিটি খবরই শীর্ষে! এরপর রাণু পাড়ি দেন বলিউডেও। গান করেন হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে। প্রতিটি গান সুপার-ডুপার হিট! আর পিছন ফিরে দেখতে হয়নি রাণুকে। পূজোর থিম সং, দেশে-বিদেশে শো, তারকাদের সঙ্গে ওঠাবসা অব্যাহত থাকে রাণুর জয়যাত্রা। কিন্তু অভিযোগ, রাতারাতি স্টার হয়ে গিয়ে নাকি বদলে গিয়েছেন রাণু! অহংকার বেড়ে গেছে। সেই সঙ্গে স্বভাবও পাল্টেছে। নিন্দুকেরা বলছেন, সেই কারণেই নাকি ফ্যানেরাও আজকাল তাকে আর তেমন আদলে দিচ্ছেন না! অভিযোগ, যে সাধারণ মানুষ রাণুকে স্টার বানিয়েছিল, তাদের সঙ্গেই আর ঠিকঠাক ব্যবহার করেন না রাণু। ফ্যানেরা তাকে দেখে দৌঁড়ে এলে তিনি বিরক্ত হয়ে বলেন, গায়ের ওপর না উঠতে! তাদের সঙ্গে সেলফি তুলতেও তার বড্ড অনীহা। লাইমলাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাণাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে যান রাণু। ন...