Posts

সৌদিতে তাণ্ডব চালিয়ে ইসরায়েলমুখী পঙ্গপালের ঝাঁক

Image
পঙ্গপালের আক্রমণে আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া এবং কেনিয়াসহ কয়েকটি দেশের ফসলী জমি উজাড় হয়ে গেছে। এবার পঙ্গপালের আক্রমণের শিকার হয়েছে সৌদি আরব।  সৌদি আরবের প্রায় সব ক’টি অঞ্চলেই হানা দিয়েছে পঙ্গপাল। পঙ্গপালের আক্রমণে ইতোমধ্যে দেশটির জাজান, আসির, আল-বাহা, আল-লেখ, কুনফোদাহ ও মক্কার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, এ অঞ্চলের আবহাওয়া পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযুক্ত হওয়ায় এবং তাদের ডিম দেয়ার সময় হয়ে যাওয়ায় অচিরেই এই সংখট আরও তীব্র হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডান পঙ্গপালের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সৌদি আরব থেকে আসা পঙ্গপালই সেখানে তাণ্ডব চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। যে কোনো সময় পার্শ্ববর্তী দেশ ইসরায়েলেও পঙ্গপাল প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে পঙ্গপালের আক্রমণ বেড়ে যাওয়ার পেছনে অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন অনেকেই।  এর আগে, পঙ্গপালের কারণে পাকিস্তান গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় সংকটে পড়েছে। পঙ্গপালের ঝাঁক দেশটির তুলা, গম, ভুট্টাসহ অ...

ঝড়ের তোড়ে ভেসে এল জনশূন্য ‘ভুতুড়ে’ জাহাজ

Image
সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে এসে ভিড়েছে এমভি আলটা। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। ছবি: এএফপি বলিউড তারকা ভিকি কৌশলের নতুন ছবিটির ট্রেলার দেখেছেন? না দেখে থাকলে বলছি। ভেসে আসা একটি ভুতুড়ে জাহাজের গল্প নিয়ে তৈরি হয়েছে তাঁর নতুন ছবি। এর ট্রেলার বেশ সাড়াও ফেলেছে। আর এর মধ্যেই খোঁজ পাওয়া গেল সত্যিকারের ‘ভুতুড়ে’ জাহাজের! ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে একটি ‘ভুতুড়ে’ জাহাজ এসে ভিড়েছে। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। জানা গেছে, কার্গো জাহাজটির নাম হলো ‘এমভি আলটা’। ঝড়ের তোড়ে কাউন্টি কক উপকূলে এসে ৮০ মিটার দীর্ঘ জাহাজটি আটকে গেছে। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে। ঝড়ের তোড়ে কাউন্টি কক উপকূলে এসে ৮০ মিটার দীর্ঘ জাহাজটি আটকে গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ আলোড়ন দেখা দিয়েছে। ছবি: এএফপি বিবিসি বলছে, এমভি আলটা প্রায় এক বছরের বেশি সময় ধরে আটলান্টিকে ভাসছে, তাতে নেই কোনো জনমানুষ। ২০১৮ সালে এক দুর্ঘটনায় জাহাজটি হুট করেই বিদ্যুৎহীন ...

নতুন সাজে সেজেছে তাজমহল চত্বর, চিন্তায় বাঁদরের বাঁদরামি!

Image
আগামী সপ্তাহে (২৪-২৫ ফেব্রুয়ারি) ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই সফরেই আগ্রার তাজমহল পরিদর্শন করবেন সস্ত্রীক ট্রাম্প। তাই নতুন সাজে সেজে উঠছে তাজমহল চত্বর। তাজ সংলগ্ন রাস্তা, দেওয়ালে লাগানো হচ্ছে নতুন রঙের প্রলেপ। যমুনায় ছাড়া হয়েছে পানি।  আগামী সোমাবার গুজরাটের আমেদাবাদে পৌঁছবেন ডোনাল্ড ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এই শহরেরই মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি ‘নমস্তে ট্রাম্প’ শীর্ষক একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা। নতুন করে সেজে উঠেছে ওই স্টেডিয়াম। ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। ট্রাম্পের সাথেই থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্ট অতিথিরা। ওই অনুষ্ঠানের পরই তাজমহল পরিদর্শনে আসবেন ট্রাম্প দম্পতি। আমেদাবাদ থেকে বিমানে করে আগ্রা বিমানবন্দরে নামবেন তারা। এরপর সেখান থেকে সড়ক পথে তাজমহল। বিকাল সাড়ে ৪টার দিকে আগ্রায় পৌঁছিয়ে সূর্যাস্তের দৃশ্য স্বচক্ষে দেখতে চান সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।   তাজমহল পরিদর্শন শেষে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা চলে যাবেন রাজধানী দিল্লিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্ত...

ভারতের ভালো আচরণ না পেলেও মোদিকে পছন্দ করি: ট্রাম্প

Image
ছবি- দ্য হিন্দুস্তান টাইমস ভারতের কাছ থেকে খুব ভালো আচরণ না পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার ম্যারিল্যান্ডের জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের এমনটি জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরকে সফল করতে সর্বাত্মক চেষ্টা করছেন এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী। গুজরাটের একটি ক্রিকেট স্টেডিয়ামে তার সম্মানে বিশাল সমাবেশের আয়োজন করেছেন। আহমেদাবাদে হ্যালো ট্রাম্প অনুষ্ঠানকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের কাছ থেকে আমরা খুব একটা ভালো আচরণ পাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি খুবই পছন্দ করি। বিমানবন্দর ও অনুষ্ঠানে সত্তর লাখ লোক জড়ো করার কথা তিনি আমাকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ভারত একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে জানিয়ে এসময় ট্রাম্প আরো বলেন, ভারতের সঙ্গে আমরা বড় ধরনের বাণিজ্য চুক্তি করছি। আমরা সেটা করবো। কিন্তু নির্বাচনের আগে সেটি শেষ হবে কিনা; তা আমার জানা নেই। কিন্তু ভারতের...

কাট-কপি-পেস্টের জনকের মৃত্যু

Image
কম্পিউটারের কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক বিজ্ঞানী ল্যারি টেসলার আর নেই। সোমবার ৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী। ১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার।  এদিকে, টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরও সহজ করেছে। ১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রোনেক্সে জন্মে নেয়া টেসলার পড়াশুনা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে। স্নাতকে ডিগ্রির পর ল্যারি ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’ নিয়ে কাজ শুরু করেন। যাতে কম্পিউটার পরিচালন আরও ব্যবহার উপযোগী হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার কাজ করার পর তিনি জেরোক্স’স পালো অ্যালটো গবেষণা কেন্দ্রে (পারস) যোগ দেন ১৯৭৩ সালে। সেখানেই প্রথম এই কাট-কপি-পেস্ট ধারণাটি তৈরি করেছেন তিনি। পরে তা কম্পিউটার পরিচালন ব্যবস্থায় একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত ...

মার্কিন নৌবাহিনীর ২৪টি হেলিকপ্টার কিনছে ভারত

Image
ভারতীয় নৌবাহিনীতে এবার জুড়তে চলেছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার MH-60 রোমিও। ইতিমধ্যেই এটি কেনার জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২৫০ কোটি ডলারের অনুমোদন পাস হয়েছে মোদির মন্ত্রিসভায়। ভারতের সেনাবাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৪টি এই বিমান কিনতে চলেছে ভারত। সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য ২.৪ বিলিয়ন মার্কিন ডলারের ২৪ টি MH-60 ‘রোমিও’ মাল্টি-মিশন হেলিকপ্টার কেনার বিষয়টি সাফ জানিয়েছে। এদিন সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগেই এই অনুমোদন পাস হয়।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে লকহিড মার্টিন হেলিকপ্টার কেনার বিষয়ে মোদির মন্ত্রিসভা সবুজ সংকেত দিতে পারে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সংবাদসংস্থা রয়টার্স। এক্ষেত্রে দু’পক্ষের মধ্যে মোট ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি হতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। বিডি-প্রতিদিন/শফিক

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত-আমেরিকার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে চীনের কড়া বার্তা

Image
সন্ত্রাসবাদ ইস্যুতে এবার পাকিস্তানের বিরুদ্ধে করা বার্তা দিল চীন। জঙ্গি দমনের ক্ষেত্রে এবার ভারত আমেরিকার পাশে দাঁড়াল দেশটি। সন্ত্রাসবাদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দেওয়ার কারণে পাকিস্তান রয়েছে ‘গ্রে লিস্ট’-এ। মার্কিন ও ইউরোপীয় দেশগুলো জুনে পূর্ণাঙ্গ অধিবেশনের আগে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে প্রদত্ত সন্ত্রাসী অর্থায়ন ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে পাকিস্তানকে একটি কঠোর বার্তা পাঠানো হবে। যার মধ্যে রয়েছে, সকল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠনের নেতাদের দোষী সাব্যস্ত করা এবং বিচার করা। বলা হচ্ছে, পাকিস্তান ‘গ্রে লিস্ট’-এ আছে এবং থাকবেও। এমনকি ভবিষ্যতে এফএটিএফের নির্দেশ না মানলে পাকিস্তান ‘ব্ল্যাক লিস্ট’-এ যেতে পারে। ভারতীয় মিডিয়া দাবি করছে, চলতি বছরের জুনের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা না নিলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ইমরান খানের দেশকে। বিডি-প্রতিদিন/শফিক