Posts

সিরিয়া সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত, সব আরোহী নিহত

Image
ভূপাতিত হওয়া সিরিয়া সেনাবাহিনীর হেলিকপ্টার।ছবি: আল জাজিরা সিরিয়ার উত্তর- পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে মিসাইল হামলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। সম্প্রতি সিরিয়ায় রাশিয়া এবং তুরস্ক সমর্থিত বাহিনীর মধ্যে চলা তুমুল সংঘর্ষের মধ্যে এই ঘটনা ঘটলো। এদিকে হামলার পর দায় স্বীকার করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুর ১টা৪০ মিনিটে আমাদের একটি সেনাবাহিনীর হেলিকপ্টার শত্রুদের মিসাইলের আঘাতে আলেপ্পোর পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। এর তিনদিন আগেও বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে সিরিয়া সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। পর্যবেক্ষরা দাবি করেছে, তুরস্কের হামলাতেই ওই হেলিকপ্টার ভূপাতিত হয়। ওই ঘটনায় তিন জন নিহত হয়েছিলেন। গত ১০ দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয় সৈন্যদের হামলায় কমপক্ষে ১২ জন তুর্কি সৈন্য নিহত হবার ঘটনায় ভয়ানক ক্ষেপে গেছে তুরস্ক। আর এ ঘটনায় ক্ষোভ ...

শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসুন: ট্রাম্পকে চীন

Image
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং চীন আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে হবে। পম্পেও সম্প্রতি দাবি করেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টি আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এ কাজে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে কঠোরভাবে অটল রয়েছে বেইজিং। তিনি আরো বলেন, আমেরিকায় অবস্থিত চীনা কূটনৈতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে কাজ করছে। গেং শুয়াং বলেন, চীনের জনগণ নিজস্ব ধাঁচের সমাজবাদী ব্যবস্থা মেনে চলছে এবং চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে এই ব্যবস্থার ধারক ও বাহক।  কাজেই ‘চীনা কমিউনিস্ট পার্টি আমেরিকায় হস্তক্ষেপ করছে’ বলে অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের জনগণ ও সরকারের মধ্যে ফাটল ...

পাকিস্তানের পর এবার ভারতের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল, সতর্কতা জারি

Image
প্রতীকী ছবি পাকিস্তানি আক্রমণের পর এবার পঙ্গপালের আক্রমণের ঝুঁকিতে পড়েছে ভারত। ভারতে দুই দফায় আক্রমণ করতে পারে পঙ্গপাল। এ বিষয়ে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী মে মাসের শুরু থেকে এই দুর্যোগের মুখে পড়তে হবে প্রতিবেশী দেশটিকে। সোমবার বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ বিষয়ক সতর্কতা জারি করেছে। যদিও নয়াদিল্লির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত প্রস্তুত।   ফাও’র পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ইরান ও হর্ন অব আফ্রিকা (জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া) অঞ্চলের মরুভূমি থেকে। পঙ্গপালের আক্রমণে জন-জীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি ব্যাপক ক্ষতির মুখে পড়ে ফসল। ঝাঁকে ঝাঁকে আসা পঙ্গপাল নষ্ট করে ফেলে জমি বা বাগানের ফসল। এতে খাদ্যশস্য বিনষ্ট হয়ে যায়। সম্প্রতি পাকিস্তানও এই পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে। দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এ আক্রমণ শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানম...

তালেবানদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র/১০:১১, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

Image
ছবি: আল জাজিরা মার্কিন-তালেবান আলোচনার অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় চমৎকার গুরুত্বপূর্ণ যুগান্তকারী অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার পম্পেও আরো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে আলোচনা সামনের দিকে আরো বাড়ানোর জন্য সম্মতি দিয়েছেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেন, এক সপ্তাহের জন্য সংঘর্ষ কমানোর বিষয়ে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। এদিকে তালেবানের পক্ষ থেকে এক কর্মকর্তা এএফপিকে জানান্, শুক্রবার থেকেই এক সপ্তাহের সংঘর্ষ বন্ধ শুরু হতে পারে। টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এখনো আফগিনাস্তানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তালেবানদের সঙ্গে মার্কিন যুদ্ধে এই পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।বিবিসি। ইত্তেফাক/এআর

বিশ্বকাপ সেরার ট্রফি ভেঙে দুই টুকরো!

Image
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে জশস্বী জসওয়াল (ডানে) [ছবি: সংগৃহীত] ছয় ম্যাচে এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরি। ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৮৮ রানের এক ইনিংস। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট—সবই তার দখলে ছিল, যদিও শেষ অবধি হাসতে পারেননি বিজয়ীর হাসি। দলকে জেতাতে না পারলেও জশস্বী জসওয়াল নিজে ঠিকই জিতে নিয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে দেশে ফিরে আরেকটা দুঃসংবাদ পেলেন। সেরা খেলোয়াড়ের ট্রফিটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেই তিনি আবিষ্কার করেন তার ট্রফিটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কিভাবে ভেঙে গেছে, সেটা তিনি নিজেও জানেন না। অবশ্য ট্রফির ব্যাপারে একদমই মাথাব্যথা নেই জসওয়ালের। বরং ১৮ বছর বয়সী এই ক্রিকেটার বেশি চিন্তিত তার পারফরম্যান্স নিয়ে। আর তার ট্রফির প্রতি উদাসীনতা নতুন কিছু নয়। যার প্রতিচ্ছবি স্পষ্টই ফুটে ওঠে ১৮ বছর বয়সী জসওয়ালের কোচ জাওলা সিংয়ের কথায়। তিনি বলেন,‘এবারই প্রথম নয়! সে ট্রফি নিয়ে খুব একটা ভাবে না, সে রান নিয়েই বেশি ভাবে।’ আরো পড়ুন:   এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে সদ্য শ...

পশ্চিম এশিয়া থেকে মার্কিন সৈন্য তাড়াতে মুসলিম দেশের প্রতি আহ্বান ইরানের

Image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। হাজিযাদেহ আরও বলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর এবং ইয়েমেনের আনসারুল্লাহ থেকে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের বিষয়ে স্বীকারোক্তি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা ভবিষ্যতে তাদের সেনাদের নিহত হওয়ার কথা স্বীকার করবে। তারা কেবল এখন ব্রেইন ইনজুরির কথা স্বীকার করছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ১৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে আইন আল আসাদে হামলা চালায় তেহরান। এতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে বলে ইরান জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমেরিকা কেবল শতাধিক সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে। বিডি-প্রতিদি...

তৃতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্ত্রীর বেধড়ক পিটুনি খেলেন স্বামী

Image
বিয়ের মঞ্চে প্রথম স্ত্রী ও তার পরিবারের হাতে মার খেলেন পাকিস্তানের করাচির এক ব্যক্তি। অভিযোগ, আসিফ রফিক নামের ওই ব্যক্তি স্ত্রীকে না জানিয়েই তৃতীয়বারে জন্য বিয়ে করেছিলেন। পরে খবর পেয়ে বিয়ের মঞ্চে হাজির হন আসিফের প্রথম পক্ষের স্ত্রী মাদিয়া। শুধু তাই নয়, জোর করে বিয়ের আসরে ঢুকে তিনি আসিফকে পেটাতে শুরু করেন। তার জামাকাপড়ও ছিঁড়ে দেন বলে অভিযোগ। ২০১৪ সালে মাদিয়াকে বিয়ে করেছিলেন আসিফ। মাদিয়া দাবি করেছেন, তাকে না জানিয়ে জিন্না বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মীকে বিয়ে করেন তিনি। মাদিয়া সেই বিয়ের কথা জানতে পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেন আসিফ। তখন দ্বিতীয় স্ত্রীকে বাপের বাড়ি রেখে এসে আবার তাকে বিয়ে করার শর্তে আসিফের সঙ্গে থাকতে রাজি হন মাদিয়া। সেই মতো মাদিয়াকে ফের বিয়ে করেন আসিফ। কিন্তু তৃতীয় বারের জন্য আসিফ বিয়ের পিঁড়িতে বসতেই তা জানতে পারেন মাদিয়া। বিয়ের মঞ্চে মাদিয়া ও তার পরিবারের লোকজন আসিফকে বেধড়ক মারধর করেছেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আসিফ দাবি করেছেন, মাদিয়ার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে ইতোমধ্যেই। তাই বিয়ে করার জন্য মাদিয়ার কাছে অনুমতি নেওয়...